সোমবার, ২৮ মার্চ, ২০১১

গুগলের ফ্রি SMS এর মাধ্যমে রিমাইন্ডার সরাসরি আপনার মোবাইলে

আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি দেখাব কিভাবে গুগলের মাধ্যমে আপনার সেট করা রিমাইন্ডার আপনার মোবাইল মেসেজ হয়ে আসবে এবং এটি ফ্রী।
প্রথেম GMAIL-এ একটি একাউন্ট করে নিন।
GMAIL একাউন্টে ঢুকার পর CALENDAR-এ ক্লিক করুন নিচের ছবি অনুযায়ি।
 ফ্রি SMS এর মাধ্যমে রিমাইন্ডার সরাসরি আপনার মোবাইলে গুগলের ফ্রি SMS এর মাধ্যমে রিমাইন্ডার সরাসরি আপনার মোবাইলে | Techtunes
এরপর যে পেইজ টি আসবে তার MY CALENDARS গিয়ে EMAIL নাম এর পাসে যে ছোট বাটন টি আছে তাতে ক্লিক করে NOTIFICATIONS-এ সিলেক্ট করুন নিচের ছবির মত।
Picture1 গুগলের ফ্রি SMS এর মাধ্যমে রিমাইন্ডার সরাসরি আপনার মোবাইলে | Techtunes
এরপর যে পেইজ টি আসবে তার নিচের দিকে SET UP YOUR MOBILE PHONE TO RECEIVE NOTIFICATIONS-এ সিলেক্ট করুন নিচের ছবির মত।
Picture3 গুগলের ফ্রি SMS এর মাধ্যমে রিমাইন্ডার সরাসরি আপনার মোবাইলে | Techtunes
এরপর যে পেইজ টি আসবে তার মধ্যে
১-COUNTRY সিলেক্ট করুন
২-ONE NUMBER দিন
৩-SEND VERIFICATION CODE ক্লিক করুন তারপর আপনার মোবাইলে একটি কোড আসবে।
৪-VERIFICATION CODE টি দিন এবং FINISH SETUP ক্লিক করুন।
৫-SAVE করুন।নিচে ছবি দেয়া হল।
Picture5 গুগলের ফ্রি SMS এর মাধ্যমে রিমাইন্ডার সরাসরি আপনার মোবাইলে | Techtunes
প্রথম পেইজে ফিরে আসলে পুনরায় একবার MY CALENDARS গিয়ে EMAIL নাম এর পাসে যে ছোট বাটন টি আছে তাতে ক্লিক করে NOTIFICATIONS-এ সিলেক্ট করুন নিচের ছবির মত।
Picture1 গুগলের ফ্রি SMS এর মাধ্যমে রিমাইন্ডার সরাসরি আপনার মোবাইলে | Techtunes
এরপর যে পেইজ টি আসবে তার
১-ADD REMINDER ক্লিক করে
২-BY DEFAULT REMIND ME VIA-এ SMS সিলেক্ট করে 10 MINUTES সিলেক্ট করুন।
৩-SMS বক্স চার টিতে টাক দিন।
৪-সেইভ করুন।নিচের ছবির মত।
0001 গুগলের ফ্রি SMS এর মাধ্যমে রিমাইন্ডার সরাসরি আপনার মোবাইলে | Techtunes
এগুলো গেল সেটিংক্স,এবার রিমাইনন্ডার য়োগ করার পালা।প্রথম পেইজে CREATE EVENT-এ ক্লিক করুন নিচের ছবির মত।
0022 গুগলের ফ্রি SMS এর মাধ্যমে রিমাইন্ডার সরাসরি আপনার মোবাইলে | Techtunes
এরপর যে পেইজ টি আসবে তার
১-TITLE দিন
২-TIME AND DATE দিন
৩-WHERE দিন
৪-DESCRIPTION দিন
৫-ADD REMINDER ক্লিক করুন
৬-SMS সিলেক্ট করুন।
৭-AVAILABLE সিলেক্ট করতে পারেন
৮-সেইভ করুন।নিচের ছবির মত।
0033 গুগলের ফ্রি SMS এর মাধ্যমে রিমাইন্ডার সরাসরি আপনার মোবাইলে | Techtunes
নির্দিষ্ট সময়ে পৌছে যাবে রিমাইন্ডার এস.এম.এস ।
সংবিধিবদ্ধ সর্তকীকরণ:আপনার শত্রুর বা প্রেমিকার নাম্বারে বিরক্ত বা প্রেম নিবেদন করা অথবা খারাপ কিছু করার উদ্দেশ্যে ব্যবহার করবেন না।
আপনাদের সাপপ্টে আরো কিছু পোস্ট করতে আমাকে উৎসায়িত করবে।
ধন্যবাদ……

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন