আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
আমার আজকের টিউন হল কিভাবে আপনি সফটওয়্যার ছাড়া আপনার ফাইল/ফোল্ডার ছবির ভিতর লুকাবেন। এর আগে দুই ভাইয়ের টিউন দেখেছিলাম এই বিষয়ে। তারা একটি সফট ওয়্যারের উল্ল্যেখ করেছিল যার দ্বারা ফাইল/ফোল্ডার লুকানো যায়। তাদের টিউনটি দেখে মনে করলাম আমিও আমার পদ্ধতিটি টিউন আকারে প্রকাশ করি টিউনার ভাইদের জন্য।
এবার আপনি একটি নতুন ফোল্ডার তৈরী করুন। যে ফাইল/ফোল্ডারটি আপনি লুকাতে চান সেটি নতুন ফোল্ডারে নিয়ে রাখুন, তার নাম দিলাম A (যদিও ইচ্ছামত)। আপনার পছন্দের ছবিটি নির্বাচন করুন যেখানে আপনি ফাইল/ফোল্ডারটি লুকাবেন, তার নাম দিলাম B.jpg (যদিও ইচ্ছামত এবং format jpg, jpeg হতে হবে)। এবং নতুন ফোল্ডারে নিয়ে রাখুন। এবার আপনি A ফোল্ডারটির উপর মাউস বাটন রেখে ডান বাটন ক্লিক করুন এবং Add to archive এ ক্লিক করুন। এবং ok করুন। নতুন একটি rar ফাইল তৈরী হল এবং নাম হয়ে গেল A.rar।
এখন একটি কমান্ড (.cmd) ফাইল তৈরী করতে হবে। যেটি আমাদের সাহায্য করবে ফাইল/ফোল্ডার লুকানোর ক্ষেত্রে। কমান্ড ফাইল তৈরী করার জন্য notepad খুলতে হবে। notepad খুলুন এভাবে : start>run>(লিখতে হবে) notepad>ok ।
এবার নিচের কোডটুকু যেরকম আছে ঠিক সেরকম কপি করে পেষ্ট করে দিন।
@echo off
copy /b B.jpg+A.rar Result.jpg
echo complete
pause
end
বুঝতেই পারছেন notepad এ কি লিখা আছে। এখানে Result.jpg কোনভাবেই পরিবর্তন করা যাবে না। এখন save as এ গিয়ে রাখতে হবে A.rar এবং B.jpg ফাইলদুটি যেখানে আছে সেখানে। এবং save করতে হবে Marge.cmd নাম দিয়ে। ইচ্ছামত দিলে হবে না।
বলতে গেলে আপনার কাজ প্রায়ই শেষ। এবার Marge.cmd টিতে ডাবল ক্লিক করুন। নিচের মত একটি কমান্ড উইন্ডো আসবে।
এবং কমান্ড উইন্ডোর পরে Result.jpg নামে একটি ছবির ফাইল আপনার নতুন ফোল্ডারে আসবে। এই ছবির মধ্যেই রয়েছে আপনার কাঙ্খিত ফাইল/ফোল্ডার। এবং হয়ে গেছে আপনার ফাইল/ফোল্ডার লুকানো। আপনি Result.jpg তে ক্লিক করে বুঝতেই পারবেন না যে এখানে একটি ফাইল/ফোল্ডার রাখা আছে।
এখন A.rar এবং B.jpg ফাইলদুটি আপনি ডিলিট করে দিতে পারেন । এবং Result.jpg ফাইলটির নাম পরিবর্তন করে নিতে পারেন।
আশা করি সবার ভাল লেগেছে। নতুন এবং পুরাতন সবার উপকারে আসবে। যখন হাতের নাগালে সফটওয়্যার পাওয়া যাবে না।
ধন্যবাদ সবাইকে।
আমার আজকের টিউন হল কিভাবে আপনি সফটওয়্যার ছাড়া আপনার ফাইল/ফোল্ডার ছবির ভিতর লুকাবেন। এর আগে দুই ভাইয়ের টিউন দেখেছিলাম এই বিষয়ে। তারা একটি সফট ওয়্যারের উল্ল্যেখ করেছিল যার দ্বারা ফাইল/ফোল্ডার লুকানো যায়। তাদের টিউনটি দেখে মনে করলাম আমিও আমার পদ্ধতিটি টিউন আকারে প্রকাশ করি টিউনার ভাইদের জন্য।
এবার কাজের কথা বলি :
আমরা অনেক সময় আমাদের প্রয়োজনে প্রয়োজনীয় ফাইল/ফোল্ডার ইত্যাদি ফোল্ডার লক বা অন্য সফটওয়্যার দ্বারা লক করে রাখি বা লুকিয়ে রাখি। আমি আজকে দেখাব কিভাবে আপনি ছবির ভিতর ফাইল/ফোল্ডার লুকাবেন। কেউই ধারনাই করতে পারবে না যে আপনি ছবির ভিতর ফাইল/ফোল্ডার লুকিয়েছেন।তাহলে আসুন শুরু করা যাক :
প্রথমে আপনার পিসিতে winRAR ইনষ্টল থাকতে হবে না থাকলে এখান থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। উইন্ডোজে কাজ না করলে এখানে গিয়ে আপনার উইন্ডোজ অনুযায়ী সর্বশেষ সংষ্করণের winRAR সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন।এবার আপনি একটি নতুন ফোল্ডার তৈরী করুন। যে ফাইল/ফোল্ডারটি আপনি লুকাতে চান সেটি নতুন ফোল্ডারে নিয়ে রাখুন, তার নাম দিলাম A (যদিও ইচ্ছামত)। আপনার পছন্দের ছবিটি নির্বাচন করুন যেখানে আপনি ফাইল/ফোল্ডারটি লুকাবেন, তার নাম দিলাম B.jpg (যদিও ইচ্ছামত এবং format jpg, jpeg হতে হবে)। এবং নতুন ফোল্ডারে নিয়ে রাখুন। এবার আপনি A ফোল্ডারটির উপর মাউস বাটন রেখে ডান বাটন ক্লিক করুন এবং Add to archive এ ক্লিক করুন। এবং ok করুন। নতুন একটি rar ফাইল তৈরী হল এবং নাম হয়ে গেল A.rar।
এখন একটি কমান্ড (.cmd) ফাইল তৈরী করতে হবে। যেটি আমাদের সাহায্য করবে ফাইল/ফোল্ডার লুকানোর ক্ষেত্রে। কমান্ড ফাইল তৈরী করার জন্য notepad খুলতে হবে। notepad খুলুন এভাবে : start>run>(লিখতে হবে) notepad>ok ।
এবার নিচের কোডটুকু যেরকম আছে ঠিক সেরকম কপি করে পেষ্ট করে দিন।
@echo off
copy /b B.jpg+A.rar Result.jpg
echo complete
pause
end
বুঝতেই পারছেন notepad এ কি লিখা আছে। এখানে Result.jpg কোনভাবেই পরিবর্তন করা যাবে না। এখন save as এ গিয়ে রাখতে হবে A.rar এবং B.jpg ফাইলদুটি যেখানে আছে সেখানে। এবং save করতে হবে Marge.cmd নাম দিয়ে। ইচ্ছামত দিলে হবে না।
বলতে গেলে আপনার কাজ প্রায়ই শেষ। এবার Marge.cmd টিতে ডাবল ক্লিক করুন। নিচের মত একটি কমান্ড উইন্ডো আসবে।
এবং কমান্ড উইন্ডোর পরে Result.jpg নামে একটি ছবির ফাইল আপনার নতুন ফোল্ডারে আসবে। এই ছবির মধ্যেই রয়েছে আপনার কাঙ্খিত ফাইল/ফোল্ডার। এবং হয়ে গেছে আপনার ফাইল/ফোল্ডার লুকানো। আপনি Result.jpg তে ক্লিক করে বুঝতেই পারবেন না যে এখানে একটি ফাইল/ফোল্ডার রাখা আছে।
এখন A.rar এবং B.jpg ফাইলদুটি আপনি ডিলিট করে দিতে পারেন । এবং Result.jpg ফাইলটির নাম পরিবর্তন করে নিতে পারেন।
আপনার কাঙ্খিত ফাইল/ফোল্ডার কিভাবে বের করবেন :
হা, এবার দেখার পালা কিভাবে ছবি থেকে পুনরায় ফাইল/ফোল্ডারটি বের করবেন। এর জন্য আপনাকে Result.jpg তে মাউসের ডান বাটন ক্লিক করে open with কমান্ড থেকে choose program সিলেক্ট করে winRAR archiver সিলেক্ট করতে হবে। তাহলেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত ফাইল/ফোল্ডার।আশা করি সবার ভাল লেগেছে। নতুন এবং পুরাতন সবার উপকারে আসবে। যখন হাতের নাগালে সফটওয়্যার পাওয়া যাবে না।
ধন্যবাদ সবাইকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন