কম্পিউটার এ ভাইরাস এর যন্ত্রণা আর কত সহ্য হয় । এনটিভাইরাস গুলান ও সব সময় সব ভাইরাস ধরতে পারেনা। আসলে আমাদের কম্পিউটার এ ভাইরাস রা আসে হয় ইন্টারনেট এর মাধ্যমে না হয় পেনড্রাইভ এর মাধ্যমে । আমার মনে হয় পেনড্রাইভ এর মাধ্যমেই বেশি আসে। পেনড্রাইভ এর মাধ্যমে যেসব ভাইরাস আসে তারা মূলত autorun.inf এর সহায়তায় আপনার কম্পিউটার এ ঢুকে পরে । autorun.inf খুব নিরীহ একটা text ফাইল যাতে লেখা থাকে আপনি যদি পেন ড্রাইভ টি ওপেন করার জন্য ডাবল ক্লিক করেন তবে অমুক exe টি রান করবে (*) । বেশির ভাগ ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারকারি রা এভাবেই আক্রান্ত হন ।
তো আসলে এই autorun.inf উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর একটি বাজে সার্ভিস ব্যবহার করে পেন ড্রাইভ থেকে ভাইরাস কে অটোমেটিক রান করে।
এই সার্ভিস তির নাম shell hardware detection . তো যারা অটোরান এর জ্বালা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে চান তারা এই service টি disable করে দিন ।
My Computer এ right click করে Manage এ ক্লিক করুন। Computer Management এর স্ক্রীন আসবে । এরপর
Services and Application > Services > Shell Hardware Detection
service টি প্রথমে stop করুন তারপর startup type এ automatic সিলেক্ট করা আছে এটাকে disabled করে দিন ।
আপনার কোন removable storage থেকে আর কোনকিছু autorun করবে না। সুতরাং automatic কোন ভাইরাস আপনার কম্পিউটার এ ঢুকতে পারবে না ।
উল্লেখ্য এই সার্ভিস টি বন্ধ করে দিলে আপনার ডিভিডি রম বা রাইটার টি কে সিডি রম হিসাবে দেখাবে । ভয় পাবার কিছু নেই। আপনার ডিভিডি রম বা রাইটার টি ঠিক ই আছে । এবং কাজ করার ক্ষেত্রে কোন প্রবলেম করবে না।
তো আসলে এই autorun.inf উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর একটি বাজে সার্ভিস ব্যবহার করে পেন ড্রাইভ থেকে ভাইরাস কে অটোমেটিক রান করে।
এই সার্ভিস তির নাম shell hardware detection . তো যারা অটোরান এর জ্বালা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে চান তারা এই service টি disable করে দিন ।
My Computer এ right click করে Manage এ ক্লিক করুন। Computer Management এর স্ক্রীন আসবে । এরপর
Services and Application > Services > Shell Hardware Detection
service টি প্রথমে stop করুন তারপর startup type এ automatic সিলেক্ট করা আছে এটাকে disabled করে দিন ।
আপনার কোন removable storage থেকে আর কোনকিছু autorun করবে না। সুতরাং automatic কোন ভাইরাস আপনার কম্পিউটার এ ঢুকতে পারবে না ।
উল্লেখ্য এই সার্ভিস টি বন্ধ করে দিলে আপনার ডিভিডি রম বা রাইটার টি কে সিডি রম হিসাবে দেখাবে । ভয় পাবার কিছু নেই। আপনার ডিভিডি রম বা রাইটার টি ঠিক ই আছে । এবং কাজ করার ক্ষেত্রে কোন প্রবলেম করবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন