সোমবার, ২৮ মার্চ, ২০১১

আপনার সবচেয়ে পচন্দের চারটি গুরুত্বপূর্ণ টিপস

আসসালামুআলাইকুম

সবাইকে আবারও স্বাগতম। আশা করি সবাই খুবই ভাল আছেন। ভাল থাকবেন এটাই প্রার্থনা। আজ আমি আপনাদের জন্য ছোট্ট চারটি টিপস নিয়ে এসেছি। টিপসগুলো যেমন সহজ তেমনি মজারও বটে। তো কথা না বাড়িয়ে সামনের দিকে যাই…

একদম ভিন্ন উপায়ে ফোল্ডার হিডেন

আমরা সবাই কম-বেশি ফোল্ডার হিডেন করতে অভ্যস্ত, তাই না? কিভাবে হিডেন করি? প্রথমে ফোল্ডারটির Properties যাই, তারপর Hidden চেক করে Ok করে বেরি আসি। এরপর Folder Option >>> View ট্যাব থেকে Do not show hidden files and folders চেক করে File Hidden করি। এই পদ্ধতিটি সবারই জানা আছে, কি বলেন? তাই আপনাদের জন্য এই ভিন্ন উপায়। দেখুন আর চেষ্টা করুনঃ
প্রথমে একটি ফোল্ডার তৈরি করুন। এবার এটিকে Rename করুন। এবার Alt কী চেপে 0160 লিখুন এবং এন্টার দিন। দেখুন ফোল্ডারটির নাম নেই এবং আপনি নাম ছাড়াই ফোল্ডারটিতে কাজ করতে পারবেন। এবার ফোল্ডারটির Properties এ যান। Customize ট্যাবে যান ও Change Icon এ ক্লিক করুন। এখানে অনেকগুলো আইকন দেখতে পাবেন। নিচের স্কোলবারটি টেনে ভিতরের দিকে যান। তারপর একটি ছবি ছাড়া আইকন দেখতে পাবেন। তা নির্বাচন করে OK, OK করে বেরিয়ে আসুন। এখান দেখুন আপনার ফোল্ডারটি কোথায়?
হা!…হা!…হা!…

Image 1 আপনার সবচেয়ে পচন্দের চারটি গুরুত্বপূর্ণ টিপস, অন্তত একবার পড়ুনঃ ডিজিটাল জোন | Techtunes
ডিজিটাল জোন

পাল্টিয়ে ফেলুন উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের টাইটেল

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হল মাইক্রোসফট উইন্ডোজ। উইন্ডোজের একটি বিল্টইন প্রোগ্রাম হল উইন্ডোজ মিডিয়া প্লেয়ার। এর মাধ্যমে গান শুনা যায়। এটি চালু করলে টাইটেল লেখা থাকে Windows Media Player. আচ্ছা বলুন তো আর কতো এই নাম আমরা দেখব? আমাদের ইচ্ছে কি করে না যে আমাদের নাম লেখতে? ঠিক বলেছেন, ই্চ্ছা করে। কিন্তু কীভাবে?
  • স্টার্ট মেনু থেকে রানে গিয়ে Regedit লিখে এন্টার করুন।
  • তাহলে রেজিষ্ট্রি এডিটর খুলবে।
  • এবার এই ঠিকানায় যানঃ HKEY_USERS \ .DEFAULT \ Software \ Policies \ Microsoft \ WindowsMediaPlayer
  • এবার একটি স্ট্রীং ভ্যালু তৈরি করুন। স্ট্রীং ভ্যালুর জন্য উইন্ডোর খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করুন। তাহলে একটি মেনু আসবে। মেনু থেকে New >>> String Value এ ক্লিক করুন।
  • String Value টির নাম দিন MediaPlayerName.
  • এবার ভ্যালুটির উপর ডাবল ক্লিক করুন। এবং Value বক্সে লিখুন by Digital Zone, তারপর এন্টার চাপুন।
  • এবার রেজিষ্ট্রি এডিটর বন্ধ করুন।

ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবারে দিন নিজের নাম

উইন্ডোজের বিল্ট-ইন সফটওয়্যারগুলোর মধ্যে অন্যতম হল ইন্টারনেট এক্সপ্লোরার। যা ইন্টারনেট ব্রাউজে ব্যবহার করা হয। তাহলে আপনি অবশ্যই দেখে থাকবেন, আপনার ব্রাউজারের টাইটেলবারে লেখা থাকে Microsoft Internet Explorer. আপনি ইচ্ছা করলে এটা পরিবর্তন করে আপনার নাম লিখতে পারেন।
তাই নাকি, কীভাবে???
কাজ বেশি না। নোটপ্যাড খুলে নিচের কোডটুকু কপি করে পেষ্ট করুন ও DigitalZone.reg লিখে সেভ করুন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Internet Explorer\Main]
“Window Title”=”Internet Explorer Provided by Digital Zone”
সেভ করার পর এটি ডাবল ক্লিক করুন, তাহলে এটি চালু হবে। এবার ইন্টারনেট এক্সপ্লোরার খুলুন আর দেখুন অবস্থা।
তবে আমি ইচ্ছা করলে বাংলায় আপনার নাম লিখতে পারবেন। এক্ষেত্রে নাম লিখে সেভ ডায়ালগ বক্সের Encoding এ ড্রপ ডাউন মেনু থেকে Unicode সিলেক্ট করুন ও সেভ করুন।

মজিলা ফায়ারফক্সের টাইটেলবারে দিন নিজের নাম

ইন্টারনেট এক্সপ্লোরারের পর এবার আসুন জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার মজিলা ফায়ারফক্সে। এখানেও একই অবস্থা। আপনি টাইটেলবারে আপনার নাম দিতে পারবেন। যা করতে হবে, তা হলঃ
  • C:\Program Files\Mozilla Firefox ফোল্ডারে যান।
  • chrome ফোল্ডারটি ওপেন করে en-US.jar নামক ফাইলটি WinRAR, 7-Zip বা WinZip এর মাধ্যমে ওপেন করুন। (এক্ষেত্রে ফাইলটি অন্য কোথাও বা অন্য নামে রিনেম করে ব্যকআপ করে রাখুন)।
  • locale\branding খেকে brand.dtd নামক ফাইলটি নোটপ্যাড দিয়ে ওপেন করুন। তাহলে নিচের কোডটি দেখতে পাবেন।
<!ENTITY  brandShortName        “Firefox”>
<!ENTITY  brandFullName         “Mozilla Firefox”>
<!ENTITY  vendorShortName       “Mozilla”>
  • এ কোডের পরিবর্তে নিম্নের কোড টাইপ করুন।

<!ENTITY  brandShortName        “Firefox”>
<!ENTITY  brandFullName         “Mozilla Firefox Provided by Digital Zone “>
<!ENTITY  vendorShortName       “Mozilla”>
  • এবার File মেনু থেকে Save ক্লিক করুন।
  • এবার নোটপ্যাডটি Close করুন ও প্রাপ্ত ডায়ালগ বক্সে Yes বাটনে ক্লিক করুন।
  • এবার en-US.jar নামক ফাইলটি Close করুন।
শেষ আপনার কাজ। এবার ফায়ারফক্স ওপেন করুন আর দেখুন পরিবর্তনটা।
ভাল থাকবেন, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ………………

1 টি মন্তব্য: