ফেসবুকে আপনার বন্ধুদের তালিকা হয়তো অনেক লম্বা। আপনি যখন ফেসবুকে লগইন করেন, তখন হয়তো অনেকেই চ্যাট করার জন্য বার্তা পাঠায়। কিন্তু আপনি যদি ব্যস্ত থাকেন বা নির্দিষ্ট কারও সঙ্গে শুধু চ্যাট করতে চান, তাহলে অনেক সময় হয়ে ওঠে না। কারণ আপনার কিছু বন্ধু হয়তো বারবার শুধু আপনাকে বার্তা পাঠায়, তখন আপনি অফলাইনেও যেতে পারছেন না; কারণ কারও সঙ্গে এখন আপনার চ্যাট করা দরকার। এ ক্ষেত্রে আপনি আপনার প্রিয় বন্ধুদের নিয়ে আলাদা চ্যাট বক্স তৈরি করতে পারেন। আলাদা চ্যাট বক্স তৈরি করার জন্য প্রথমে ফেসবুকে লগইন করে চ্যাট বক্সে ক্লিক করে তার পর Friend Lists-এ ক্লিক করুন। এখন Create a new list : বক্সে কোনো নাম লিখে (যেমন, Bestfriends, Classmates ইত্যাদি) কি-বোর্ড থেকে Enter চাপুন। এখন আবার চ্যাট বক্সে ক্লিক করে ওই নামের ওপর মাউস নিলে edit লেখা আসবে এবং সেখানে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে। সেখানে আপনার সব বন্ধুর তালিকা আসবে এবং সেখান থেকে আপনার পছন্দমতো বন্ধুদের নাম নির্বাচন করে Save Lists-এ ক্লিক করুন। এখন আবার চ্যাট বক্সে ক্লিক করলে সবার ওপরে দেখতে পাবেন আপনি যে নামে নতুন চ্যাট বক্সটি খুলেছেন সেই নাম এবং তার নিচে Others Friends নামে আপনার আগের চ্যাট বক্সটি। এখন চ্যাট বক্সের ডান পাশে মাউস নিলে Go offline লেখা আসবে এবং সেখানে ক্লিক করলে আপনার আগের চ্যাট বক্সটি অফলাইনে চলে যাবে। তখন শুধু নতুন চ্যাট বক্সের যে বন্ধুরা অনলাইনে আছেন, তাঁদের তালিকা দেখাবে। এভাবে আপনি একাধিক চ্যাট বক্স তৈরি করতে পারবেন এবং যেকোনো সময় যেকোনো চ্যাট বক্স অনলাইন অফলাইনে নিয়ে যেতে পারবেন। চ্যাট বক্সগুলোর ওপর মাউস রেখে edit-এ ক্লিক করে আপনার ইচ্ছামতো চ্যাট বক্সগুলো এডিটও করতে পারবেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন