সোমবার, ২৮ মার্চ, ২০১১

গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন!

এই টিউনটি পড়ার পর আপনার মোবাইল কোন এলাকায় আছে তা ট্রাক করে ফেলতে পারবেন পুরো বিনামূল্যে! এমনকি আপনার পরিবারের সবাই কে কোথায় আছে তাও জানতে পারবেন!
গুগলমাপের মাধ্যমে সর্বোচ্চ ১.২ কিলোমিটার রেডিয়াস অ্যাকুরেসিতে আপনার লোকেশন কম্পিউটারে দেখতে পারবেন পৃথিবীর যেকোনো স্থান থেকে। বাসায় বসেই নজর রাখতে পারবেন আপনার ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে/কোথায় আছে।
সবচেয়ে বড় ব্যাপার সার্ভিসটি পাবেন পুরো বিনামূল্য!
এবার আসুন প্রসেসটা দেথি-
১. গ্রামীণফোনের আলো আসবেই ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করুন।
Untitled 2 গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন! | Techtunes
২. আপনার ইমেইল অ্যাডড্রেসে পাসওয়ার্ড চলে যাবে। মেইলে লগ ইন করুন। ছবিতে দেখানো জায়গায় ক্লিক করুন। অ্যাকাইন্ট অ্যাকটিভেট হবে। তারপর উইন্ডোটি ক্লোজ করে দিন।
Untitled 3 গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন! | Techtunes
৩. ইমেইল থেকে আবার ছবিতে দেখানো নিচের লিংকটিতে ক্লিক করুন। পাসওয়ার্ডটি টেন্জ করে দিন।
Untitled 4 গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন! | Techtunes
Untitled 5 গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন! | Techtunes
৪. এবার ছবিতে দেখানো Developer Test Phone এ ক্লিক করুন।
Untitled 6 গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন! | Techtunes
৫. আপনার গ্রামীনফোন মোবাইল নম্বরটি দিন। ফরম্যাটটি হবে 88017XXXXXXXX ধরণের। এরপর Save করুন।
Untitled 7 গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন! | Techtunes
৬. আপনার মোবাইলে ভেরিফিকেশনের জন্য একটি কোড চলে যাবে। কোডটি নিচে দেখানো মত জায়গায় ঢুকিয়ে Change Test Phone এ ক্লিক করুন। অ্যাকাউন্ট ভেরিফাই হবে।
Untitled8 গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন! | Techtunes
Untitled 9 গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন! | Techtunes
৭. এবার ফাইন্ডার আলটিমেটের ওয়েব সাইটে http://gpfinder.tk/ প্রবেশ করুন। (ব্রাউজারে মিনিমাম ফ্লাস প্লেয়ার ১০ ইন্সটল থাকতে হবে। অন্য কোনো ভার্সনের ফ্লাস প্লেয়ার দিয়ে ট্রাই করিনি)
Untitled 1 গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন! | Techtunes
৮. আপনার ইউজারনেম, পাসওয়ার্ড, মোবাইল নম্বর দিয়ে (যেই নম্বর দিয়ে ভেরিফিকেশন করেছেণ) Log In করুন।
বেশ কিছুক্ষণ সময় নেবে। ধৈর্য ধরে অপেক্ষা করুন।
Untitled 10 গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন! | Techtunes
১০. Latitude Longitude সহ আপনার নিখুঁত অবস্থান দেখা যাচ্ছে গুগল ম্যাপে!! icon smile গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন! | Techtunes
Untitled 11 গ্রামীনফোন লোকেশন ট্রাক!! জানুন আপনি কোথায় আছেন! | Techtunes

সীমাবদ্ধতাঃ আপনি যেই নম্বরে রেজিস্ট্রেশন করেছেন শুধুমাত্র সেটি ট্রাক করতে পারবেন। অন্যকারো মোবাইল ট্রাক করলে চাইলে তার নম্বর দয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে।

বিঃদ্রঃ দয়া করে চুপি চুপি কারো ফোন ট্রাক করবেন না।কোনো অনৈতিক কাজে ব্যবহার করবেন না। প্রযুক্তিকে সঠিক পথে পরিচালিত করুন।

২টি মন্তব্য: