সোমবার, ২৮ মার্চ, ২০১১

এখন খুব সহজে Image Resizer দিয়ে ছবি ছোট করুন । (মিনি টিউন)

আসসালামু আলাইকুম ।
আমাদের বিভিন্ন কাজের জন্য ছবির আকার বড় এবং ছোট করতে হয় ।
এ জন্য Photoshop বা অন্ন কোন প্রোগ্রাম দিয়ে আমরা ছবির সাইজ এবং ধরন বদলে থাকি ।
Image Resizer সফটওয়্যারটি মাইক্রোসফট কম্পানির Object প্রোগ্রাম ।
এই সফটওয়্যারটি ইন্সটল করার পর আপনি যে ছবিটির আকার বা সাইজ পরিবরতন করবেন, সেই ছবিটির উপর রাইট বাটন ক্লিক করে Resize Pictures নামে একটি আপসন পাবেন ।
এটার উপর ক্লিক করার সাথে সাথে নিচের আকারে একটি প্রগ্রাম আসবে । এখন আপনার ইচ্ছে অনুজ়ায়ি ছবির ধরন পালটে নিতে পারবেন ।
capture1 এখন খুব সহজে Image Resizer দিয়ে ছবি ছোট করুন । (মিনি টিউন) | Techtunes
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন