সোমবার, ২৮ মার্চ, ২০১১

PDF আকারে নামিয়ে নিন আপনার পছন্দের ওয়েব পেইজ কোনো Bandwidth খরচ না করেই!!!

শুভ সন্ধ্যা। আমি টেকটিউনসে্র একজন নতুন টিউনার এবং এটাই আমার প্রথম টিউন।আকাশ ভাই, হাসান যোবায়ের ভাই, Pudina Pata আরো কিছু দুর্দান্ত টিউনারদের টিউন আমি নিয়মিত পড়ি, হয়তো অনুসরণ করার চেষ্টাও করি।
যাই হোক কাজের কথায় আসি। আমরা প্রায়ই কাজে/অকাজে(?) ওয়েব পেইজকে PDF আকারে সংরক্ষণ করে খাকি।কিছুদিন আগেও আমি WebToPdf নামে Mozilla Firefox এর একটি addon ব্যবহার করতাম কিন্তু তাতে কিছু হলেও Bandwidth খরচ হয়।আরে ভাই এত কষ্ট করার কী দরকার? PDF creator এর মাধ্যমে আপনি খুব দ্রুত ও সাচ্ছন্দে আপনার পছন্দের ওয়েব পেইজটিকে PDF আকারে নামাতে পারবেন যেকোনো সময়!!!
প্রথমে এখান থেকে নামিয়ে নিন এবং ইনস্টল করুন।
তারপর নিচের চিত্রের মতো কাজ করুন…….
Untitled011 PDF আকারে নামিয়ে নিন আপনার পছন্দের ওয়েব পেইজ কোনো Bandwidth খরচ না করেই!!! | Techtunes




Untitled201 PDF আকারে নামিয়ে নিন আপনার পছন্দের ওয়েব পেইজ কোনো Bandwidth খরচ না করেই!!! | Techtunes




তারপর আপনার ইচ্ছানুযায়ী ফোল্ডারে সেইভ করুন।
ব্যাস্ তৈরি হয়ে গেল আপনার পছন্দের PDF file.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন